• মুর্শিদাবাদে বড় ধাক্কা কংগ্রেস-বিজেপি-র
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের একবার মুর্শিদাবাদ জেলায় বড়সড় ধাক্কা খেল বিজেপি এবং কংগ্রেস। বুধবার সন্ধেবেলা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফারাক্কা বিধানসভা এলাকায় কয়েক"শ বিজেপি এবং কংগ্রেস সমর্থক ফারাক্কার তৃণমূল নেতা বাবলু ঘোষ এবং টাউন তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। ফারাক্কা নেতাজী ময়দানে অনুষ্ঠিত এই যোগদান সভাতে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, কংগ্রেস এবং বিজেপি থেকে আগত কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে তাদের বৃহত্তর তৃণমূল পরিবারে বরণ করে নেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী শাহানাজ আলী রাইহান। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজের প্রতি আকৃষ্ট হয়ে আজ ইমামনগর গ্রাম পঞ্চায়েত থেকে একজন কংগ্রেস সদস্য এবং বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের খুন্তিপাড়া এবং ফারাক্কা রেল কলোনি এলাকা ও ফারাক্কা ব্যারেজ প্রকল্প এলাকার কয়েকশো বিজেপি এবং কংগ্রেস সমর্থক আজ আমাদের দলের যোগ দিলেন।" তিনি বলেন, "লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের দলে যোগদানের ফলে তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল। এর ফলে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের মার্জিন আরও বাড়বে বলে আমরা মনে করছি।"
  • Link to this news (আজকাল)