Kolkata Rain : শনি থেকেই ফের বঙ্গে দুর্যোগ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলায়
এই সময় | ২৮ মার্চ ২০২৪
ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। কিন্তু, সপ্তাহের শেষে ফের একবার দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া। রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস।হাওয়া অফিস সূত্রে খবর, মার্চ মাসেই ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রার পারদ। কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়াতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। ২৯ মার্চ শুক্রবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়াও অসমে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহবিদরা। আগামী দুই থেকে তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বৃহষ্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে দুর্যোগের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।
শনিবার দক্ষিণবঙ্গজুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যেয় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। শনিবার ঝড়-বৃষ্টি বাড়বে কলকাতায়। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের আকাশ থাকবে দুর্যোগপূর্ণই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও মালদা এবং দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।