• ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় ৪ তৃণমূল নেতাকে ডাক NIA-র
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • এই সময়, ভূপতিনগর: ভূপতিনগরের নাড়ুয়াবিলাতে বিস্ফোরণের ঘটনায় ৪ তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠাল এনআইএ। নোটিস পাঠিয়ে আজ, ২৮ মার্চ কলকাতার এনআইএ দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্যে তাঁদের ডেকে পাঠানো হয়েছে বলে খবর। লোকসভা নির্বাচনের মুখে পুরোনো মামলায় তৃণমূল নেতাদের ডেকে পাঠানোর ঘটনাকে ঘিরে শাসক-বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।গত ২০২২ সালের ৩ ডিসেম্বর নাড়ুয়াবিলা গ্রামের রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিন জনের। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার নেয় এনআইএ। ঘটনার তদন্তে নেমে এনআইএ একাধিক তৃণমূল নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ করলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেননি তদন্তকারীরা। কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণার পর আবারও তৃণমূল নেতা কর্মীদের ডেকে পাঠানোকে বিজেপির চক্রান্ত বলছে তৃণমূল নেতৃত্ব। যদিও এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি জেলা তৃণমূল নেতৃত্ব।

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কয়েক মাসের পুরোনো মামলা। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর থেকে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এই মামলায় তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রক দেয়নি। দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদি তৃণমূল মনে করে তারা ভিক্টিম হয়ে যাচ্ছে, তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারে।’ তাঁর আরও অভিযোগ, তৃণমূলের কথায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

    ২০২২ সালের ঘটনায় এতদিন পর এনআইএ-র স্ক্যানারে রাজ্যের শাসক দলের নেতারা। আসন্ন লোকসভা ভোটের আগে এই নিয়ে চাপ বাড়ছে শাসক ও বিরোধী উভয়ের মধ্যেই। এখন এটাই দেখার শেষ পর্যন্ত পাল্লা ভারী কোন পক্ষের দিকে হয়।
  • Link to this news (এই সময়)