• Kedarnath Dham: কবে খুলবে কেদারনাথ মন্দিরের দরজা? প্রকাশ্যে তারিখ, জানুন
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • প্রতি বছরই কেদারনাথ মন্দির লাখ লাখ দর্শনার্থীদর ঢল নামে। এবছরেও এই তীর্থ স্থানের যাত্রীর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কবে থেকে কেদারনাথের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে তা প্রকাশ্যে এল।২০২৪ সালে কবে খুলছে কেদারনাথ মন্দিরের দরজা?

    প্রতি বছর ভাইফোঁটার দিনেই বন্ধ হয়ে যায় দারনাথ মন্দিরের দরজা। তার সঙ্গে সঙ্গে সাঙ্গ হয় সেই বছরের মতো চারধাম যাত্রা। ছয় মাস মন্দির বন্ধ থাকার পর ফের অক্ষয় তৃতীয়ার দিন হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ এই তীর্থক্ষেত্রের দরজা খোলে।

    এবার কেদারনাথের পঞ্চমুখী ভোগ মূর্তির পুজো রয়েছে ২০২৪ সালের ৫ মে। ওমকারেশ্বর মন্দির উখিমঠে এই পুজো হবে। বিগ্রহের পুজোর পর ৯ মে তা নিয়ে যাওয়া হবে কেদারনাথ ধামে। ১০ মে মহাআড়ম্বরে পুজোর্চনার পর খুলবে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলবে কেদারনাথ ধামের দরজা। অর্থাৎ আগামী ১০ মে থেকে খুলে যাচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা। সেদিন থেকেই শুরু হবে এই বছরের চারধাম যাত্রা। প্রতি বছর মহাশিবরাত্রিতেই ঘোষণা করা হয় সেই বছরের কেদারনাথ মন্দিরের দরজা খোলার তারিখ। এই বছরও সেই রীতির অন্যথা হয়নি। ৮ মার্চ মহাশিবরাত্রির দিন কেদারনাথ ধামের দরজা খোলার তারিখ ঘোষণা করা হয়। আগামী ১০ মে সকাল ৭টায় খুলে যাবে কেদারনাথ মন্দিরের দরজা।

    কেদারনাথ ধামের সঙ্গে একই দিনে চারধামের আরও দুই ধাম গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও খোলা হবে। ১০ মে থেকে ২০২৪ সালে চারধাম যাত্রা শুরু হয়ে যাবে। উখিমঠের ওমকারেশ্বর মন্দিরের এই ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকে শুরু পুরোদমে শুরু হয়েছে গিয়েছে চারধাম যাত্রার প্রস্তুতি। দীর্ঘ ছয় মাস পর বাবা কেদারনাথের দর্শন পেতে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    প্রতি বছর গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা খোলা হয় অক্ষয় তৃতীয়ার দিন। এই বছর ১০ মে পড়েছে অক্ষয় তৃতীয়া। এই বছর ১২ মে খুলছে বদ্রীনাথ মন্দিরের দরজা। ১২ মে ভোর ৬টায় খোলা হবে বদ্রীনাথ মন্দিরের দরজা। প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিন ঘোষণা করা হয় বদ্রীনাথ মন্দিরের দরজা।

    শীতকালে কেদারনাথ মন্দির চত্বর চাপা পড়ে যায় বরফের নীচে। তাই বছরের মধ্যে ছয় মাস বন্ধ থাকে কেদারনাথ মন্দিরের দরজা। ভাইফোঁটার পরের দিন থেকে অক্ষয় তৃতীয়া বন্ধ থাকে মন্দির। চারধাম ছাড়াও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও পঞ্চ কেদারের অন্যতম এই কেদারনাথ মন্দির। বিশ্বাস, স্বয়ং মহাদেব এখানে দর্শন দেন তাঁর ভক্তদের। এই মন্দির তিনদিকে পাহাড় দিয়ে ঘেরা। একদিকে ২২ হাজার ফুট উঁচু কেদারনাথ পাহাড় রয়েছে, একদিকে ২১ হাজার ৬০০ ফুট উঁচু স্পেন্ডকুণ্ড এবং অন্যদিকে ২২ হাজার ৭০০ ফুট উঁচু ভারত কুণ্ড রয়েছে।
  • Link to this news (এই সময়)