• Nirmala Sitharaman Husband : 'নির্বাচনী বন্ড দুর্নীতির ফল ভুগবে মোদী সরকার!' সীতারমনের স্বামীর বিস্ফোরক মন্তব্যে অস্বস্তিতে বিজেপি
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • গত কয়েক সপ্তাহ ধরে খবরের শিরোনামে নির্বাচনী বন্ড। সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়দানের পর SBI-এর তরফে সমস্ত তথ্য জানানো হয়েছে। কোন রাজনৈতিক দল কার থেকে পাওয়া কত টাকার নির্বাচনী বন্ড ভাঙিয়েছে, তার বিস্তারিত বিবরণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। BJP-র বিরুদ্ধে যখন সবচেয়ে বেশি অর্থের নির্বাচনী বন্ড ভাঙানো নিয়ে সরব বিরোধীরা, তখন দুর্নীতির প্রসঙ্গ শোনা গেল খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর গলায়। এই নির্বাচনী বন্ডের দুর্নীতির জন্য মোদী সরকারকে ভুগতে হবে বলে দাবি করলেন নির্মলা সীতারমনের স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর।'শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। এর জন্য নরেন্দ্র মোদী সরকারকে ভুগতে হবে।' এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পরাকলা প্রভাকর। বিশিষ্ট এই অর্থনীতিবিদের দাবি, 'এই নির্বাচনী বন্ড আগামী দিনে আরও বেশি করে প্রচারিত হবে।'

    ভোটে লড়ার জন্য দেশ-বিদেশের বড় বড় কর্পোরেট সংস্থা এবং পুঁজিপতিদের কেনা নির্বাচনী বন্ড ভাঙিয়েছে দেশের রাজনৈতিক দলগুলি। এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে BJP। বর্তমান যুগের এই 'গৌরী সেন'-রা BJP-কে যেভাবে দু'হাত উজার করে অর্থ দিয়েছে তা দেখে চোখ কপালে উঠেছে খোদ মোদী মন্ত্রিসভা সদস্যদের স্বামীর। মোদী সরকারের চালু করা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে BJP যে পরিমাণ টাকা পেয়েছে তার ধারে কাছে কেউ নেই। আর সেই তথ্য প্রকাশ্যে আসতেই তাজ্জব বনে গিয়েছেন নির্মলা সীতারমনের স্বামী।

    SBI Electoral Bonds Data : নির্বাচনী বন্ডে আয়ের নিরিখে প্রথম তিনে কারা? জানুন বিস্তারিত

    নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, বন্ড থেকে রাজনৈতিক দলগুলির মোট যা আয় হয়েছে BJP একাই তার প্রায় ৪৭ শতাংশ পেয়েছে। আর এই নির্বাচনী বন্ড থেকে লক্ষ্মীলাভে BJP-র ধারেকাছে নেই কংগ্রেস। হাত শিবির রয়েছে এই তালিকার তৃতীয় স্থানে। আর মর্মে বিস্ফোরক মন্তব্য় করতে শোনা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকালা প্রভাকরকে। নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি বলে মনে করছেন খোদ মোদী সরকারের অর্থমন্ত্রীর স্বামী। তাঁর এই মন্তব্য় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেরালা কংগ্রেস। যা লোকসভার আগে গেরুয়া শিবিরকে বেশ অস্বস্তিতে ফেলেছে।

    উল্লেখ্য, মোদী সরকারের আমলেই নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল। সরকার চেয়েছিল কোন কোম্পানি, কোন দলকে বন্ডের মাধ্যমে টাকা দিচ্ছে তা যেন প্রকাশ্যে না আনা হয়। কিন্তু, সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা দেওয়ার পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয় বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে। এই নিয়ে একটানা গড়িমসির পর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের 'চোখ রাঙানি'-র পর তথ্য প্রকাশ্যে আনে SBI। এই নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

    নির্বাচন কমিশনে আপলোড হওয়া তথ্যের পরিসংখ্যান বলছে, BJP-র প্রাপ্ত চাঁদার অঙ্ক ৬ হাজার ৬০ কোটি টাকা। হায়দরাবাদের সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিংই সবচেয়ে বেশি টাকা চাঁদা দিয়েছে BJP-কে। যার পরিমাণ৫৮৪ কোটি টাকা। নির্বাচনী বন্ডের মাধ্যমে কংগ্রেস চাঁদা পেয়েছে মোট ১ হাজার ৪২২ কোটি টাকা। কংগ্রেসকে সবথেকে বেশি চাঁদা দিয়েছে ওয়েস্টার্ন UP পাওয়ার। যার মূল্য ১১০ কোটি।
  • Link to this news (এই সময়)