• আরাবুলের মেয়ের বাড়িতে চুরি, গায়েব ক্যাশ-গয়না
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • আরাবুল ইসলামের মেয়ের বাড়িতে চুরি। বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, বুধবার রাতের দিকে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশকে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রশাসনের উপর পূর্ণ আস্থা রয়েছে, জানান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম।ঠিক কী ঘটেছে?

    জানা গিয়েছে, বুধবার সাড়ে সাতটা নাগাদ এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন আরাবুল ইসলামের মেয়ে। এদিকে সেই সময়ই কেউ বাড়িতে না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটে। পাঁচটি ঘরের সমস্ত দরজা খুলে আলমারি থেকে সোনার গয়না এবং নগদ টাকা সহ সমস্ত সামগ্রী চুরির ঘটনা ঘটে।

    কী ভাবে এই চুরির ঘটনা ঘটল? তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোলেরহাট থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসেন। ছুটে আসেন আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম।

    কত টাকার চুরির ঘটনা ঘটেছে?

    আরাবুল ইসলামের কন্যার বাড়ি থেকে চুরি গিয়েছে ঠিক কত টাকার জিনিসপত্র? হাকিমুল বলেন, ‘আনুমানিক ১০ লাখ টাকার জিনিস খোয়া গিয়েছে। এর মধ্যে ৭০ থেকে ৮০ হাজার টাকা শুধু ক্যাশ ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এদিন বাড়ির সদস্যরা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। আর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ প্রশাসনের উপর পূর্ণ আস্থা রয়েছে।’

    এক পড়শির কথায়, ‘সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আরাবুল ইসলামের মেয়ে আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটা চুরি বললে কম বলা হবে। রীতিমতো সর্বস্ব চুরি করে নিয়ে গিয়েছে। আমরা দেখে চমকে উঠেছিলাম। শো কেস থেকে শুরু করে আলমারি সব লণ্ডভণ্ড। আমরা ঘরে প্রবেশ করে রীতিমতো চমকে উঠেছিলাম। চারিদিক রীতিমতো আলুথালু হয়ে ঘাঁটা রয়েছে। অনেক কিছু চুরি গিয়েছে বলে শুনেছি। দ্রুত চোর ধরা পড়ুক এমনটাই চাইব।’

    এদিকে খবর পেয়ে রাতেই সেখানে যায় পুলিশ। বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে নেওয়া হয় বিস্তারিত তথ্য এবং খুঁটিনাটি। পাশাপাশি পড়শিদের সঙ্গেও কথা বলা হয়। তৎপরতার সঙ্গে এই চুরির কিনারা করতে উদ্যোগী তদন্তকারীরা। নিয়ম মাফিক তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকরা। দ্রুত চোরদের যাতে ধরা যায় সেই জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
  • Link to this news (এই সময়)