‘ভোটে লড়ার টাকা নেই’ তাই আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। সব দলই তাদের প্রার্থী তালিকা একে একে প্রকাশ করেছে। বিজেপির প্রকাশির প্রার্থী তালিকায় একাধিক নেতা-মন্ত্রী-হেভিওয়েটের নাম থাকলেও নাম নেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। তবে কী ভোটে লড়বেন না তিনি? এবার নিজের মুখেই জানালেন কেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি এও জানিয়েছেন দলের তরফে ২ টি রাজ্য ভোটের লড়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু স্রেফ টাকার অভাবেই ভোটে লড়তে পারবেন না জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।