• লোকসভায় টিকিট না পেয়ে অভিমানে আত্মহত্যার চেষ্টা, ৩ দিন পর মৃত্যু MDMK সাংসদের
    হিন্দুস্তান টাইমস | ২৮ মার্চ ২০২৪
  • ৩ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মারা গেলেন তামিলনাড়ুর এমডিএমকে সাংসদ এ গণেশমূর্তি। কীটনাশক খাওয়ার ফলে অসুস্থ অবস্থায় তাঁকে ভরতি করা হয়েছিল হাসপাতালে। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। গণেশমূর্তি ইরোডের সাংসদ ছিলেন। গত ২৪ মার্চ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টার পর  তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৫ টা নাগাদ হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

    বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এবারের লোকসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী করেনি। তারপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন।  সেই হতাশা থেকে গত ২৪ মার্চ তিনি বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে আইসিইউতে ভরতি করা হয়। সেখানে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাংসদকে পরে নিকটবর্তী কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় নগর উন্নয়ন ও আবাসন প্রতিমন্ত্রী এস মুথুসামি, বিজেপি বিধায়ক ডাঃ সি সরস্বতী এবং এআইএডিএমকে নেতা কেভি রামালিঙ্গম সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ গণেশমূর্তিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

    উল্লেখ্য, গণেশমূর্তি ৩ বারের সাংসদ। এমডিএমকে-র বিশেষ পদে ছিলেন ছিলেন তিনি। তবে আসন্ন লোকসভা নির্বাচনে ইরোড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল তাঁকে টিকিট দিতে অস্বীকার করায় তিনি তা মেনে নিতে পারেননি। 

    প্রসঙ্গত, এবার ডিএমকে ইরোডে প্রার্থী দিয়েছে এবং তিরুচি আসনটি এমডিএমকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকোর ছেলে দুরাই ভাইকোকে তিরুচি থেকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে সুযোগ দেওয়া হয়নি গণেশমূর্তিকে। সেই ক্ষোভে রবিবার নিজ বাড়িতে নারকেল গাছে ব্যবহৃত কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

    তামিলনাড়ুর ইরোড কেন্দ্রের সাংসদ গণেশমূর্তি এমডিএমকে-র টিকিটে ২০১৯ সালে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। তবে এমডিএমকে আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি। দলীয় সূত্রে খবর, সেই কারণেই তিনি হতাশা থেকে এমন পদক্ষেপ করেন। অবশেষে তাঁর মৃত্যু হল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)