Trinamool Congress : দিলীপের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল
এই সময় | ২৮ মার্চ ২০২৪
দিলীপ ঘোষের পর এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের কারণে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মৃত্যুকামনা’ করেছেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার কমিশনের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।তৃণমূল কংগ্রেসের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে তাঁদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে। সেখানেই, তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মৃত্যুকামনা’ করেছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিডিয়োতে (যাচাই করেনি এই সময় ডিজিটাল) অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘন্টা বেজে গিয়েছে, মনে হচ্ছে।’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়, ‘মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! এটাও কি সম্ভব? আমরা স্তম্ভিত!’
তৃণমূলের বক্তব্য, ভারতীয় গণতন্ত্রে এ এক কালো দিন! যে ব্যক্তি কিছুদিন আগেও বিচারপতির আসনে আসীন ছিলেন, বিজেপিতে যোগ দিয়েই যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করলেন! এক্স হ্যান্ডেলের ওই বার্তায়, তৃণমূল লেখে, ‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু ভেবে দেখুন, আপনার পরিবারে কাদের সামিল করছেন আপনি?’'
জানা গিয়েছে, বিষয়টি নিয়ে এবার নির্বাচন কমিশনকে দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। কেন একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ হেন মন্তব্য করা হল, সেই নিয়ে কমিশনের কাছে নালিশ জানাবে তাঁরা। তৃণমূলের দাবি, যে ব্যক্তি মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক! অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্যের বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বিজেপি নেতানেত্রীদের রাজনৈতিক সৌজন্যবোধ যে হারে তলানিতে গিয়ে ঠেকছে, তা সত্যিই লজ্জার! বাংলার মানুষই এর জবাব দেবেন! মুখ্যমন্ত্রীর মৃত্যুর ভবিষ্যদ্বাণী করে তমলুকের বিজেপি প্রার্থী, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নক্কারজনক মন্তব্য করেছেন, তার ধিক্কার জানাই।’
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্যের বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বিজেপি নেতানেত্রীদের রাজনৈতিক সৌজন্যবোধ যে হারে তলানিতে গিয়ে ঠেকছে, তা সত্যিই লজ্জার! বাংলার মানুষই এর জবাব দেবেন! মুখ্যমন্ত্রীর মৃত্যুর ভবিষ্যদ্বাণী করে তমলুকের বিজেপি প্রার্থী, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ন্যক্কারজনক মন্তব্য করেছেন, তার ধিক্কার জানাই।’ বিষয়টি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।