Dilip Ghosh On Mamata Banerjee : ‘মেসোমশাইয়ের কাছে যাচ্ছে…’, কমিশনকে নিয়ে মন্তব্য? ফের বিতর্কে দিলীপ
এই সময় | ২৮ মার্চ ২০২৪
মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যের কারণে ইতিমধ্যেই জোড়া ফলার মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একদিকে, দলের কাছে জবাবদিহি, অন্যদিকে কমিশনের কাছ থেকেও জবাব চেয়ে পাঠানো হয়েছে। দিলীপ ঘোষের নামে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যেই ফের তৃণমূলকে খোঁচা দিলীপের।তৃণমূলকে কটাক্ষ করে দিলীপের দাবি, তাঁর মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস ‘মেসোমশাই’-এর কাছে গিয়েছে। এক্ষেত্রে ‘মেসোমশাই’ বলতে তিনি নির্বাচন কমিশনকেই বুঝিয়েছেন বলে মনে করা হচ্ছে। দিলীপ বলেন, ‘কী এমন হয়েছে, তোমরা সকলে মেসোমশাইয়ের কাছে গিয়েছো। তোমরা তো রাস্তায় দাঁড়িয়ে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির নামে অনেক কথা বলছো। আমরা তো মেসোমশাইয়ের কাছে গিয়ে বলি না, ওদের একটু কান মুলে দিন।’
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু 'কুরুচিকর' মন্তব্য করেন দিলীপ ঘোষ। সেই মন্তব্যের কড়া সমালোচনা করে তৃণমূলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কঠিন পদক্ষেপ করতে দেখা গিয়েছে নির্বাচন কমিশনকেও। নির্বাচন কমিশন তৃণমূলের অভিযোগের উপর ভিত্তি করে প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নিয়ে শোকজ করে দিলীপ ঘোষকে।
ইতিমধ্যে, দিলীপ ঘোষের নামে দুটি এফআইআর দায়ের করাও হয়েছে। এক মহিলা অভিযোগকারিণী এবং দুর্গাপুর মহকুমা আদালতের তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা অভিযোগ দায়ের করেছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করায় বিষয়টি নিয়ে চূড়ান্ত আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেসও।
দিলীপের মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল
তবে পুরো বিষয়টি নিয়ে নিজের দলের কাছেই কথা শুনতে হয়েছে দিলীপ ঘোষকে। বিষয়টি নিয়ে দিলীপ বলেন, ‘আমার পার্টি আমাকে বলেছে, যে রাজনীতি হোক শালীনতার মধ্যে করতে হবে। দল আমাকে জানিয়েছে। আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো।’ তবে তৃণমূল কংগ্রেসে খোঁচা দিয়ে তাঁর বার্তা, ‘যারা রাজনৈতির ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে তারা কোনওদিন রাজ্যপালের কাছে যেত আবার সেই রাজ্যপালকে গালাগালি দিত। এখন নির্বাচন ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছে, কেন ময়দানে লড়তে পারছ না?’
কমিশনের শোকজ করা নিয়ে দিলীপের বক্তব্য, ‘এটা রুটিন প্রোগ্রাম যথারীতি আমার আইনজীবীরা বিষয়টি দেখছেন। চিঠি রেডি। আমরা পাঠিয়ে দেব। আইনের কথা আইনিভাবে হবে। কিন্তু আমার অবাক লাগল, একটা চিঠি দিতে দশ জন গেছে তৃণমূলের কি এমন হয়ে গিয়েছে।’