• 'প্রায় ৩৫০ ঘণ্টা...', আবাস প্লাস ও ১০০ দিনের কাজের টাকা নিয়ে ফের বিজেপিকে খোঁচা অভিষেকের
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • কয়েকদিন আগে আবাস প্লাস ও ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী সেই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান তিনি। এবার সেই বিষয়ে ফের একবার খোঁচা অভিষেকের।এক্স হ্যান্ডেলে এক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, 'প্রায় ২ সপ্তাহ হয়ে গেল, ৩৫০ ঘণ্টার কাছাকাছি, ২০২১-এ বাংলায় পরাজয়ের পর আবাস প্লাস ও মনরেগা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে বিজেপি এখনও ভয় পাচ্ছে। বাংলা অপেক্ষা করছে, নিরঙ্কুশ দায়বদ্ধতা ছাড়া আর কিছুই চাইছে না!' প্রসঙ্গত, ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার। কেন্দ্রে এই দুই প্রকল্পের বিপুল টাকা আটকে রেখেছে বলে অভিযোগ কেন্দ্রের। পালটা বিজেপির তরফে এই বিষয়ে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

    উল্লেখ্য, ১০০ দিনের কাজের টাকার দাবিতে গত বছর রাজধানী দিল্লিকে গিয়ে আন্দোলন কর্মসূচি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে করে জব কার্ড হোল্ডারদেরও নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কৃষিভবন থেকে অভিষেকদের টেনে হিঁচড়ে করে দেওয়ার অভিযোগ ওঠে। তারপর রাজ্যে ফিরে এসে রাজভবন সংলগ্ন এলাকায় ধরনায় বসেন অভিষেক। পরে এই বিষয়ে রাজ্যপাল সি ভি আন্দ বোসের সঙ্গ বৈঠকও করেন তিনি।

    এদিকে কিছুদিন আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রেড রোডে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকারই দেবে বলেও ঘোষণা করেন তিনি। এমনকী ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
  • Link to this news (এই সময়)