Indian Student Harassment : মোদীর সমর্থক বলেই কি বিদ্বেষ-বিদ্ধ ভারতীয় ছাত্র
এই সময় | ২৮ মার্চ ২০২৪
লন্ডন: গত বছর ব্রিটেনের ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানপন্থীদের বিক্ষোভের সময়ে রাস্তায় পড়ে যাওয়া ভারতীয় তেরঙা তুলে নিয়ে প্রচারের আলোয় এসেছিলেন ভারতীয় পড়ুয়া সত্যম সুরানা। এবার বিদ্বেষমূলক প্রচারের শিকার তিনি। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের এই পড়ুয়ার দাবি, ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচনে 'বিজেপি সমর্থক', 'ফ্যাসিস্ত' বলে তাঁর বিরুদ্ধে প্রচার চলেছে, যার জেরে তিনি ভোটে জিততে পারেননি। আর তার পিছনে রয়েছেন বেশ কিছু ভারতীয়!এক সময় বম্বে হাইকোর্টে প্র্যাক্টিস করতেন পুনের বাসিন্দা সত্যম। এখন 'লন্ডন স্কুল অফ ইকোনমিক্স'-এ এলএলএম পড়ছেন তিনি। চলতি বছরের শেষ দিকেই তাঁর কোর্স শেষ হওয়ার কথা। ফেব্রুয়ারিতে এলএসই-র ছাত্র সংসদের ভোট ঘোষণা হয়। মার্চের গোড়ায় জেনারেল সেক্রেটারি পদের জন্য মনোনয়ন জমা দেন সত্যম। তাঁর দাবি, ভোট শুরু হওয়ার মাত্র ১২ ঘণ্টা আগে তাঁর বিরুদ্ধে সুপরিকল্পিত একটা প্রচার শুরু করা হয়।
সত্যমের কথায়, '১৪-১৫ মার্চ থেকে দেখলাম ক্যাম্পাসে আমার পোস্টার ছেঁড়া হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করি। ছেঁড়া পোস্টার সরিয়ে নতুন পোস্টার লাগানো হয়। তার পর দেখলাম ১৬ মার্চ নতুন পোস্টারগুলোতে আমার মুখ ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়া হয়েছে। লেখা হয়েছে, যাকেই ভোট দাও, সত্যমকে নয়। ১৭ মার্চ থেকে এলএসই-র বিভিন্ন গ্রুপে মেসেজ আসতে থাকে- ইন্ডিয়ান গ্রুপ, ল'স্কুল গ্রুপ। সেখানে দাবি করা হয়- সত্যম সুরানা বিজেপির সমর্থ। আদতে ফ্যাসিস্ত, ইসলামবিদ্বেষী, সমকাম বিদ্বেষী। মেসেজগুলো দেশবিরোধী এবং ভারতীয় সরকারের পক্ষে অপমানজনক।'
সত্যমের দাবি, সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের প্রশংসামূলক যে সব পোস্ট তিনি আগে করেছিলেন, তার স্ক্রিনশট নিয়ে এই সব গ্রুপে শেয়ার করা হয়। সেগুলোকে তুলে ধরেই তাঁকে 'ফ্যাসিস্ত' বলে দেগে দেওয়া হয়। সত্যমের দাবি, 'আমার ইস্তেহারে কোনও রাজনৈতিক বিষয় ছিল না। ক্যাম্পাসের বিভিন্ন অসুবিধার কথাই তুলে ধরেছিলাম। পুরো ক্যাম্পাসে ঘুরে ঘুরে আমরা প্রচার চালিয়েছিলাম। প্রথমে খুব ভালোই জনসমর্থন পেয়েছিলাম, সকলে বলছিলেন আমাকেই ভোট দেবেন। কিন্তু আচমকাই এই বিদ্বেষমূলক প্রচার আমার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলল। ভোটে হার শুধু নয়, এই আক্রমণ আজীবন আমার মনে থেকে যাবে।'
সত্যমের অভিযোগ, গ্রুপগুলিতে যাঁরা তাঁকে বেশি আক্রমণ করেছেন, তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বলেন, 'গত অক্টোবরে খালিস্তানি বিক্ষোভের সময়ে পতাকা তুলে নিয়ে আমি মিডিয়ার নজরে আসি, সেটা অনেকের পছন্দ হয়নি। খালিস্তানিদের 'জঙ্গি' বলেছিলাম বলে আমাকে টার্গেট করা হয়েছে। ভারত আমার দেশ। আমি আমার দেশের জন্য কথা বলবই। কিন্তু ভারতীয় রাজনীতি কী ভাবে ব্রিটেনের ছাত্র নির্বাচনে প্রভাব ফেলতে পারে? ভারতের নরেন্দ্র মোদী সরকারের প্রতি সমর্থন একেবারেই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।'
ভারত সফরের সময়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন একসঙ্গে তোলা একটা ছবি বিদ্বেষমূলক প্রচারে ব্যবহার করা হচ্ছে বলে দাবি সত্যমের। তাঁর কথায়, 'আমাকে নব্য-নাৎসির সমর্থক বলা হচ্ছে। এটা বামপন্থীদের কাজ। আমরা মনে হচ্ছে এটা পরিকল্পিত বিদ্বেষমূলক প্রচার। আর সবচেয়ে খারাপ লাগার জায়গা- ভারতীয় পড়ুয়াদের অধিকাংশই ভারতের উন্নয়ন সহ্য করতে পারছেন না। এটা দুর্ভাগ্যজনক।'