লোকসভা ভোটের মুখে ১০০ দিনের কাজে মজুরি বৃদ্ধি! বিজেপি-কংগ্রেস শাসিত রাজ্যে ১০%, বাংলার ভাগ্যে মাত্র ৫%
এই সময় | ২৮ মার্চ ২০২৪
কথায় বলে ভোট বড় বালাই। সেটাই আরও একবার প্রমাণ হল। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে একশো দিনের কাজের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। লোকসভা ভোটের আগে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের।
দেশের দরিদ্র মানুষ কাজ করেও যাতে শোষিত না হয় সেই জন্য দেশে চালু হয়েছে ‘নূন্যতম মজুরি’। যার উপর ভিত্তি করে মনরেগা প্রকল্পের অধীনে কৃষি শ্রমিক থেকে মজদুরের মজুরি নির্ধারণ করা হয়। দেশের সমস্ত জায়গাতে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের আওতায় থাকা শ্রমিকদের মজুরি আগের থেকে বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ১০০ দিনের কাজে দেশের মধ্যে সর্বোচ্চ মজুরি দেওয়া হবে হরিয়ানাতে। শ্রমিকদের টাকার অঙ্কটা ৩৭৪ দৈনিক। অন্যদিকে, সর্বনিম্ন মজুরি পাচ্ছে নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এই দুই রাজ্যের মজদুররা পাবেন দৈনিক ২৩৪ টাকা। পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পে দৈনিক মজুরি ধার্য করা হয়েছে ২৫০ টাকা। জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে রাজ্যগুলিতে এই মনরেগার বর্ধিত টাকা কার্যকর করা হতে চলেছে।
দেশের গরীব মানুষদের আয়ের দিশা দেখাতে চালু করা হয় মনরেগা প্রকল্পটি। এই প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজ পান জবকার্ড হোল্ডাররা। তবে এবার ‘নূন্যতম মজুরি’-র পরিমাণ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে বদলাতে চলেছে ১০০ দিনের কাজের শ্রমিকদের দৈনিক মজুরির পরিমাণ। ২৭ মার্চ কেন্দ্রের তরফে সর্বশেষ সংশোধনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ২০২৫ এর অধীনে ২০২৪-২০২৫ আর্থিক বছরের জন্য ১০০ দিনের কাজের কর্মীদের জন্য নতুন মজুরির হার চালু করছে। নতুন মজুরির হারগুলো ১ এপ্রিল ২০২৪ থেকে শুরু হতে চলা আর্থিক বছর থেকে কার্যকর হবে।
কোন রাজ্যে কত টাকা বাড়ল?রাজ্য১০০ দিনের টাকাঅন্ধ্র প্রদেশ৩০০অরুণাচল প্রদেশ২৩৪অসম২৪৯বিহার২৪৫ছত্তিশগড়২৪৩গোয়া৩৫৬গুজরাট২৮০হরিয়ানা৩৭৪হিমাচল প্রদেশনন শিডিউলড এরিয়া (২৩৬), শিডিউলড এরিয়া (২৯৫)জম্মু ও কাশ্মীর২৫৯লাদাখ২৫৯ঝাড়খণ্ড২৪৫কর্নাটক৩৪৯কেরালা৩৪৬মধ্য প্রদেশ২৪৩মহারাষ্ট্র২৯৭মণিপুর২৭২মেঘালয়২৫৪মিজোরাম২৬৬নাগাল্যান্ড২৩৪ওডিশা২৫৪পঞ্জাব৩২২রাজস্থান২৬৬সিকিম২৪৯তামিলনাড়ু৩১৯তেলঙ্গানা৩০০ত্রিপুরা২৪২উত্তর প্রদেশ২৩৭উত্তরাখণ্ড২৩৭পশ্চিমবঙ্গ২৫০আন্দামান ও নিকোবর৩২৯দাদরা ও নগর হাভেলি৩২৪লাক্ষাদ্বীপ৩১৫পুদুচেরী৩১৯