• A Ganeshamoorthy Death : লোকসভার টিকিট না পেয়ে আত্মহত্যা! কে সেই সাংসদ?
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • লোকসভার টিকিট না পেয়ে চরম পদক্ষেপ নেন এ গণেশমূর্তি। কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর বৃহস্পতিবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিলনাড়ুর এরোদ লোকসভা কেন্দ্রের এই সাংসদ।কে এই এ গণেশমূর্তি?৭৭ বছর বয়সী এ গণেশমূর্তি ১৭তম লোকসভা নির্বাচনে MDMK-র প্রার্থী হিসেবে এরোদ লোকসভা কেন্দ্রে জয় পান। তামিলনাড়ুর ভূমিপুত্র এই নেতা বরাবরই নিজের লোকসভা কেন্দ্রে জনপ্রিয়। ১৯৪৭ সালে এরোদ জেলার চেন্নিমালাইয়ের একটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ছিলেন কৃষক। কৃষি পরিবারে বেড়ে ওঠা এ গণেশমূর্তি আইন নিয়ে পড়াশোনা করেন। তিনি রেখে গেলেন স্ত্রী বালামণী এবং দুই সন্তান তামিজপ্রিয়া এবং কাবিলানকে। স্কুলজীবন থেকেই DMK দলের রাজনীতির প্রতি ঝোঁক ছিল তাঁর। এরপর ১৯৭৮ সালে তিনি DMK-র ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন।

    রাজনৈতিক কেরিয়ারDMK-র ছাত্র সংগঠনেও যুগ্ম আহ্বায়কও হন তিনি। ১৯৮৪ সালে DMK-র এরোদ জেলা সভাপতি পদ পান এ গণেশমূর্তি। তবে পরবর্তীতে ভাইকোর রাজনীতিতে আগ্রহ বাড়তে শুরু করে তাঁর। ১৯৯০ সালে দল ভাগ হওয়ার পর তিনি MDMK-তে যোগদান করেন। তার আগের বছর অবশ্য তামলনাড়ু বিধানসভা নির্বাচনে DMK-র টিকিটে মোদাকুরুচ্চি আসন জয়ী হন।

    দু'বার MDMK-র টিকিটে লোকসভায় জয়ী হন এ গণেশমূর্তি। ১৯৯৮ সালে পালানি এবং ২০০৯ সালে এরোদ থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। একাধিক দলীয় কর্মসূচিতে প্রথমসারিতেই দেখা যেত তাঁকে। এর জন্য বেশ কয়েকবার জেলও খেটেছেন। সাংসদ থাকাকালীন এরোদ কেন্দ্রে একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন এ গণেশমূর্তি। জন্মস্থান এরোদের ভোটারদের কাছে বরাবরই সম্মান পেয়েছেন তিনি। সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান এবং এলাকাবাসীর উন্নয়নের জন্য পুনরায় লোকসভার টিকিটের যোগ্য করে তুলেছিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রবল সম্ভাবনা ছিল MDMK এবারও তাঁকেই প্রার্থী করবে। DMK-কংগ্রেস জোটে MDMK-এর প্রার্থীর চাহিদাও ছিল এরোদ লোকসভা আসনে। কিন্তু, প্রার্থীতালিকায় তাঁর নাম না থাকায় অত্যন্ত হতাশ হয়ে পড়েন রাজনীতিবিদ।

    টিকিট না পেয়ে চরম পদক্ষেপ২০১৪ সালের লোকসভা নির্বাচনে AIADMK প্রার্থীর কাছে হারলেও ২০১৯-এ কামব্যাক করেন এ গণেশমূর্তি। তৃতীয়বারও দল তাঁকে টিকিট দেবে বলেই মনে করছিলেন তিনি। তবে বাস্তবে তেমনটা না হওয়ায় অভিমানী সাংসদ চরম পদক্ষেপ নিয়ে ফেলেন। কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিনেশনে রাখা হয়। বৃহস্পতিবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় এ গণেশমূর্তির।
  • Link to this news (এই সময়)