• লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, মমতা সরকারের সুবিধাভোগী রেখা পাত্র! তথ্য সামনে এনে কটাক্ষ তৃণমূলের
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • বসিরহাট কেন্দ্র থেকে এবার সন্দেশখালির 'প্রতিবাদী মুখ' রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদীও। বুধবার প্রথমবার প্রচারে নেমেছিলেন তিনি। এদিকে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেন তৃণমূলের যুব নেতা তথা হলদিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি পোস্টে লেখেন, 'বিজেপি প্রার্থী রেখা পাত্রও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন.. রইল তার স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস।'এই পোস্টের সঙ্গে রেখা পাত্রের স্বাস্থ্য সাথী কার্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, ২০২১ সালে ২৫ অগাস্ট দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ফর্ম জমা করেছিলেন রেখা।

    তৃণমূলের তরফে ওই টুইটে আরও উল্লেখ করা হয়েছে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তীকালে যখন আপনি রেখা পাত্রকে ফোন করবেন তাঁকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে প্রশ্ন করতে ভুলবেন না। সেক্ষেত্রে বুঝতে পারবেন কী ভাবে আমাদের নেত্রীর মস্তিষ্ক প্রসূত স্বাস্থ্য সাথী ব্যর্থ আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাপিয়ে গিয়েছে।’

    অন্যদিকে, বসিরহাটের বিধায়ক সুকুমার মাহাত বলেন, 'শুনেছি রেখা পাত্র, বহিরহাট লোকসভার বিজেপি প্রার্থী অসুস্থ হয়েছেন। রাজ্যে মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্য সাথী কার্ড রেখা পাত্রের রয়েছে। তিনি লক্ষ্মীর ভাণ্ডার পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুবিধা রেখা পাত্র পান। যাঁরা মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পেয়েও দিদির বিরোধিতা করবেন তাঁদের বলব একটু ভেবে দেখুন। রেখা পাত্র দিদির সমস্ত প্রকল্প গ্রহণ করেছে। এখনও তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন।

    উল্লেখ্য, বুধবার প্রথম প্রচারে বেরিয়েছিলেন রেখা পাত্র। এরপর প্রচারের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এদিন পিয়া সাহার প্রচারের শিডিউল রয়েছে। তাঁর ৩টে নাগাদ বেলুনগ্রামে প্রচার রয়েছে।
  • Link to this news (এই সময়)