• Hardik Pandya Captaincy: সানরাইজার্সের ঝড়ের সময়ে কেন বোলিং নয় বুমরাকে! হার্দিকের নেতৃত্বকে কচুকাটা করে আক্রমণ স্মিথ-পাঠানের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ মার্চ ২০২৪
  • Hardik Pandya’s Captaincy Disaster: হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টানা দুটো ম্যাচে হার। আর তারপরেই হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরণ, স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠে গেল। মুম্বই ইন্ডিয়ান্স বোলাররা ২৭৭ রান খরচ করলেন। রান চেজ করতে নেমে মুম্বই থামল ২৪৬ রানে। সবমিলিয়ে বুধবারের ম্যাচে উঠল রেকর্ড ৫২৭ রান। হায়দরাবাদ জয়ের খাতা খুলল ৩১ রানে জিতে।

  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)