• Baltimore: বাল্টিমোর সেতু বিপর্যয়: ২ জনের মৃতদেহ উদ্ধার
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কার্গো জাহাজের ধাক্কায় আমেরিকার বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি সেতু আংশিক ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। খবর বিবিসি’র।মঙ্গলবার স্থানীয় সময় ভোরে আমেরিকার মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট কি সেতুতে সজোরে ধাক্কা দেয় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালি। এ সময় সেতুর একাংশ প্যাটাপসকো নদীতে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুর ওপর থাকা বেশ কিছু গাড়ি ও অন্তত আটজন নদীতে নির্মাণ শ্রমিক পড়ে যান। পরে দু’জনকে উদ্ধার করা গেলেও ছয়জনকে নিখোঁজ ঘোষণা করা হয়। এর মাঝে চারজনের নাম প্রকাশ করা হয়। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড স্টেট পুলিশ ওই দুজনের মরদেহ উদ্ধারের খবর জানায়। তাঁরা হলেন মেক্সিকোর আলেহান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তে, ৩৫, এবং গুয়েতেমালার ডর্লিয়ান রনিয়েল ক্যাস্টিলো ক্যাব্রেরা, ২৬। জলে নিমজ্জিত একটি ট্রাকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সেতু ভেঙে নদীতে প্রচুর কংক্রিট এবং অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকার কারণে বর্তমানে আর নিরাপদে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। সোনার স্ক্যান ব্যবহার করে বাকি মরদেহগুলো খোঁজা হচ্ছে। সেতুটির ভাঙ্গা অংশ নদী থেকে সরাতে ভারী ক্রেন ব্যবহার করবে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
  • Link to this news (আজকাল)