• 'গোষ্ঠী' নিয়ে অভিযোগ, ৬০০ আইনজীবী চিঠি লিখলেন প্রধান বিচারপতিকে ...
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গোষ্ঠী চাপে ফেলতে চাইছে দেশের বিচার ব্যবস্থাকে। এই অভিযোগ তুলে এবার দেশের ৬০০ আইনজীবী চিঠি দিলেন প্রধান বিচারপতিকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে রয়েছেন, হরিষ সালভে এবং পিঙ্কি আনন্দও। তাঁদের অভিযোগ, বিশেষ গোষ্ঠী দিনে দিনে বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা ভেঙে ফেলার চেষ্টা করছে। মিথ্যে প্রচার চালানো হচ্ছে বিচারব্যবস্থার তথাকথিত সোনালি যুগ নিয়েও। তাদের চাপের এই কৌশল রাজনৈতিক মামলাগুলির ক্ষেত্রে সুস্পষ্ট ভাবে ফুটে উঠছে বলেও অভিযোগ করা হয়েছে। সঙ্গে অভিযোগ করা হয়েছে, কিছু আইনজীবী দিনের বেলায় রাজনীতিবিদদের হয়ে মামলা লড়ছেন, তাঁদের রক্ষা করছেন। কিন্তু তাঁরাই আবার রাতের বেলা সংবাদমাধ্যমের সাহায্যে সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। সূত্রের খবর, চিঠিতে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কিছু রাজনৈতিক নেতা, বিচারের রায় তাঁদের বিরুদ্ধে গেলে তাঁরা বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। সমাজমাধ্যমকে হাতিয়ার করে বিচারব্যবস্থা, বিচারপতিদের চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। লোকসভা ভোটের প্রাক্কালে দেশের প্রধান বিচারপতিকে আইনজীবীদের এই চিঠি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
  • Link to this news (আজকাল)