• Mgnrega: ‌‌১০০ দিনের কাজের টাকা বাড়াল কেন্দ্র, বাংলার শ্রমিকদের বাড়ল কত টাকা?‌ ...
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ১০০ দিনের কাজের মজুরি বাড়াল কেন্দ্র। ঠিক লোকসভা ভোটের আগে। বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্র ২১ রাজ্যের ১০০ দিনের কাজের টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে। ২০২৪–২৫ অর্থবর্ষে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দৈনিক মজুরি। এর মধ্যে শতাংশের হিসেবে সবথেকে বেশি টাকা বেড়েছে গোয়ায়। সেখানকার শ্রমিকদের দৈনিক ৩৪ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আর উত্তরপ্রদেশে এই হার সবথেকে কম। দৈনিক মজুরি ৭ টাকা বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে ২৩৭ থেকে বেড়ে মজুরি হয়েছে ২৫০ টাকা। অর্থাৎ ১৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। এদিকে, বিজেপি শাসিত গুজরাটে বেতন বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। তবে উত্তর–পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে মজুরিবৃদ্ধির হার বাংলার থেকেও কম। বিজেপি শাসিত অসমে মজুরি বেড়েছে মাত্র ৪.৬ শতাংশ। এদিকে নির্বাচনের দিন ঘোষণার এই বিজ্ঞপ্তি জারি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও কেন্দ্রের যুক্তি এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার শুধু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)