• Varun Gandhi:‌ বিজেপি টিকিট দেয়নি, পিলিভিটবাসীর উদ্দেশে খোলা চিঠি বরুণের...
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা ভোটে বিজেপি এবার প্রার্থী করেনি পিলিভিটের বিদায়ী সাংসদ বরুণ গান্ধীকে। টিকিট না পাওয়ায় হতাশ বরুণ নির্দল পার্থী হিসেবে লড়তে পারেন বলে জল্পনা। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের পিলিভিটবাসীর জন্য আবেগঘন চিঠি লিখলেন বরুণ। বললেন, ‘‌সাংসদ হিসাবে আমার মেয়াদ শেষ হতে চললেও, পিলিভিটবাসীর সঙ্গে সম্পর্ক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বজায় থাকবে।’ বরুণ আরও বলেছেন, ‘‌১৯৮৩ সালে তিন বছরের শিশু প্রথম বার তাঁর মায়ের সঙ্গে পিলিভিটে এসেছিল, সে কী তখন জানত যে এক দিন এই মাটি তার কর্মক্ষেত্র হয়ে উঠবে। এখানকার মানুষ হয়ে উঠবেন তার পরিবারের অংশ।’‌ প্রসঙ্গত পিলিভিট থেকে দু’‌বার সাংসদ হয়েছেন বরুণ গান্ধী। ২০০৯ এবং ২০১৯ সালে। মাঝে ২০১৪ সালে তাঁর মা মেনকা গান্ধী পিলিভিটে দাঁড়িয়ে জেতেন। এবং সেবারই সুলতানপুর থেকে জেতেন বরুণ। এবার সুলতানপুরে মেনকা গান্ধীকে দল টিকিট দিলেও বরুণকে পিলিভিটে দেয়নি। তাই তিনি অভিমানী। লিখলেন আবেগঘন খোলা চিঠি। যদিও ২০১৯ সালে সমাজবাদী পার্টির প্রার্থীকে আড়াই লক্ষের বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বরুণ। 
  • Link to this news (আজকাল)