• Farakka: ফারাক্কা ব্যারেজ প্রকল্পের ভেতর 'বোমা' উদ্ধার!
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ প্রকল্পের ভেতর রাজ্য বিদ্যুৎ সংস্থার একটি অফিসের কাছে বৃহস্পতিবার সকালে বোমা জাতীয় একটি জিনিস উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ব্যারেজ প্রকল্প এলাকার মধ্যে বসবাসকারী আবাসিকদের মধ্যে। তবে উদ্ধার হওয়া বস্তুটি বোমা না অন্য কিছু তা এখনও সঠিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের ভেতর বিদ্যুৎ দপ্তরের অফিসের কাছে একটি আগাছার জঙ্গল সাফ করার সময় পরিত্যক্ত একটি ড্রেনের মধ্যে বোমার মতো দেখতে একটি জিনিস খুঁজে পান সাফাই কর্মীরা। "বোমা" উদ্ধারের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রকল্প এলাকার মধ্যে বসবাসকারী আবাসিকদের মধ্যে।  "বোমা" জাতীয় জিনিসের উদ্ধারের খবর পেয়ে দ্রুত এলাকাতে পৌঁছয় ব্যারেজ প্রকল্প এলাকার নিরাপত্তার রক্ষার দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ বাহিনী এবং ফারাক্কা থানার পুলিশ। এরপর নিরাপত্তারক্ষীরা বোমার মতো দেখতে জিনিসটিকে পরিত্যক্ত নর্দমা থেকে তুলে একটি জলভর্তি বালতির মধ্যে রেখে দেন। পরে সেটিকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। তবে লোকসভা নির্বাচনের আগে ফারাক্কা ব্যারেজের প্রকল্পের মত নিরাপত্তার চাদরের ঘেরা এলাকার মধ্যে কে বা কারা "বোমা" রেখে গেল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)