• ‘বিশ্বের বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি নির্বাচনী বন্ড’
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মার্চ ২০২৪
  • অর্থমন্ত্রীর স্বামী অর্থনীতিবিদ প্রভাকর
    নিজস্ব প্রতিনিধি? ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকালা প্রভাকর একটি জাতীয় টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘নির্বাচনী বন্ড ইসু্য শুধুমাত্র ভারতের নয়, বিশ্বের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি’৷
    বুধবার দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকালা প্রভাকর বলেছেন, নির্বাচনী বন্ড ইসু্যর কারণে বিজেপিকে চড়া মূল্য দিতে হবে৷ তাঁর মতে, এই ইসু্যতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ ক্রমশ আরও গতিপ্রাপ্ত হবে৷ নির্বাচনী বন্ড শুধু ভারতেরই নয়, এটা যে বিশ্বের সবচেয়ে বড় ‘স্ক্যাম’, এটা মানুষ বুঝতে পারছে৷ আর এই ইসু্যতেই দেশের ভোটদাতারা এবার কঠিন শাস্তি দেবে বিজেপিকে৷
    ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নির্বাচনী বন্ডের যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে দেখা গেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিজেপি৷ ২০১৯-এর ১২ এপ্রিল থেকে ২০২৪-এর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির ঝুলিতে জমা পড়েছে ৬,৯৮৬.৫ কোটি টাকা৷ এরপর পেয়েছে তৃণমূল কংগ্রেস ১,৩৯৭ কোটি টাকা, কংগ্রেস ১,৩৩৪ কোটি এবং ভারত রাষ্ট্র সমিতি ১,৩২২ কোটি টাকা৷
    নির্বাচনী বন্ড প্রকল্প চালু করেছিল মোদি সরকার এবং স্টেট ব্যাঙ্কের এই বন্ডের মাধ্যমে নাম গোপন রেখেই রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়া যেত৷ কিন্ত্ত সুপ্রিম কোর্ট এই প্রকল্পকে নিষিদ্ধ ঘোষণা করে এবং ভারতীয় স্টেট ব্যাঙ্ককে এই বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দেয়৷
    বিভিন্ন সমাজকর্মী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সিবিআই, ইডি এবং আয়কর বিভাগের তদন্তের চাপে পড়ে ৪১টি কোম্পানি মোট ৪,১৬৯ কোটি টাকা চাঁদা দিয়েছে বিজেপির তহবিলে৷ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত ভূুষণ বলেছেন, অরবিন্দ ফার্মা কোম্পানি ২০২২-এর ১০ নভেম্বর ইডি হানার দিন মাসের মধ্যে ৫ কোটি টাকা বিজেপির তহবিলে দিয়েছে এবং ফিউচার গেমিং কোম্পানি তাদের দফতরে ২০২১-এর ১ ডিসেম্বর ও ২০২৩-এর ১২ নভেম্বর আইটি এবং ইডি অভিযানের পর বিজেপিকে দিয়েছে ৬০ কোটি টাকা৷
    সুপ্রিম কোর্টের আদেশে এই নির্বাচনী বন্ড কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়াতে বিরোধীরা এখন এই ইসু্যকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কতখানি কাজে লাগাতে পারবে, সেটাই দেখার৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)