• বিজেপি শাসিত দুই রাজ্যের ভোটের দায়িত্বে বাংলার পুলিশ
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মার্চ ২০২৪
  • ভোপাল, ২৭ মার্চ? মধ্যপ্রদেশ তথা ছত্তিশগড়ের আস্থা সেই বাংলার পুলিশের ওপরই৷ এই কাজে ইতিমধ্যেই বুধবার রাজ্য পুলিশের ৫ কোম্পানি মধ্যপ্রদেশ, ১৫ কোম্পানি ছত্তিশগড়ে পাঠানো হচ্ছে৷ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে বলতে শোনা যায়, যে বাংলার পুলিশের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরাই, সেই পুলিশকেই দুই বিজেপিশাসিত রাজ্যের ভোটের দায়িত্ব দিল নির্বাচন কমিশন৷ মধ্যপ্রদেশে লোকসভা নির্বাচনের জন্য আপাতত বাংলার ৫ কোম্পানি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ দুর্গাপুর সশস্ত্র পুলিশ বাহিনী থেকে ৫ কোম্পানি বাহিনী সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে৷
    আগামী ৮ এপ্রিল থেকে মধ্যপ্রদেশে কাজ করা শুরু করে দেবে তারা৷ অন্যদিকে, রাজ্য পুলিশের ১০ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে ছত্তিশগড়ে৷ এই ১০ কোম্পানি বাহিনীর মধ্যে ব্যারাকপুর সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে ৫ কোম্পানি, উত্তরবঙ্গ সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে ২ কোম্পানি, ইএফআর ব্রিগেড থেকে ১ কোম্পানি, কলকাতা পুলিশ থেকে ২ কোম্পানি বাহিনীকে ছত্তিশগড়ে লোকসভা নির্বাচনে কাজে লাগানো হবে৷
    আগামী ১ এপ্রিল থেকে সংশ্লিষ্ট স্থানে ১০ কোম্পানি বাহিনী কাজ শুরু করে দেবে৷ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক অফিসার ৯ এমএম পিস্তল সঙ্গে রাখবেন৷ কনস্টেবলরা সঙ্গে রাখবেন এসএলআর, ইনসাস৷ জানা গিয়েছে, রাজ্য পুলিশের প্রত্যেকটি কোম্পানি কলকাতা স্টেশন থেকে দুপুর ৩টের সময় বিশেষ ট্রেনে চেপে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবে৷ তাৎপর্যপূর্ণ বিষয়, রাজ্য পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি৷ পুলিশ রাজ্যের শাসকদলের হয়ে ভোট করাচ্ছে বলে অভিযোগ জানিয়েছে তারা৷ যারফলে নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিকে বদল করেছে কমিশন৷ এবার সেই পুলিশকেই বিজেপিশাসিত রাজ্যে ভোটের কাজে ব্যবহার করছে কমিশন৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)