• লোকসভায় টিকিট, বিধায়ক পদে ইস্তফা দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মার্চ ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি ? লোকসভা ভোটে টিকিট পেয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী৷ সেই কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়াই রীতি৷ বুধবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দিলেন তিনি৷ ফলে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক পদটি শূন্য রইল৷ সেখানে আবার উপনির্বাচন হবে৷ এছাড়া পাবলিক অ্যাকাউন্টস কমিটির (চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিলেন তিনি৷ ফলে ওই পদটিও শূন্যই রইল৷
    গত দশ মার্চ ব্রিগেডে লোকসভা ভোটের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপরেই কৃষ্ণ কল্যাণী জানিয়েছিলেন মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি বিধায়ক এবং পিএসি চেয়ারম্যান পদ থেকে তিনি ইস্তফা দেবেন৷ সেইমতো বুধবার বিধানসভায় গিয়ে স্পিকারের হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি৷ এদিন ইস্তফা দিয়ে বিধানসভাতে দাড়িয়ে কৃষ্ণ কল্যাণী বলেন, আগামী 2 এপ্রিল মনোনয়ন জমা দেব৷ তার আগে বিধায়কসহ সমস্ত পদে ইস্তফা দিলাম৷ এটা আমার নৈতিক দায়িত্ব৷ আমি সাধারণ মানু্ষ হিসেবেই ভোট প্রার্থী হতে চাই৷ ইতিমধ্যেই রায়গঞ্জের মানুষের সমর্থন পাচ্ছি৷
    প্রসঙ্গত, 2021 সালে বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন কৃষ্ণ কল্যাণী৷ এর কয়েক মাসের মধ্যেই তিনি তৃণমূলে যোগদান করেছিলেন৷ এরপর লোকসভা নির্বাচনে তিনি রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন৷ বিজেপিতে থাকার সময় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এবং তাঁর অনুগামীদের সঙ্গে মনোমালিন্য হয়৷ এমনকী বিধানসভা ভোটের আগে বিজেপির একটা অংশ তাঁকে হারানোর চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন কৃষ্ণ কল্যাণী৷ তিনি মনে করেন, বিজেপির দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্রের রাজনীতি করেন৷ সেই কারণে এবার রায়গঞ্জে দেবশ্রীকে লোকসভা ভোটের টিকিট দেওয়া হয়নি বলে মনে করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী৷ তার পরিবর্তে দেবশ্রীকে দক্ষিণ কলকাতায় টিকিট দেওয়া হয়েছে৷ যেখান থেকে জেতা দেবশ্রী চৌধুরীর পক্ষে কঠিন হবে বলেই মনে করছেন কৃষ্ণ কল্যাণী৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)