?নারী-কথায় সাহিত্য ও সমাজ?, দুই কলেজের কর্মশালায় জরুরি আলোচনা
প্রতিদিন | ২৮ মার্চ ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগ বদলের পৃথিবীতে অর্ধেক আকাশের নাম নারী। ফলিত বিজ্ঞান থেকে অত্যাধুনিক প্রযুক্তি, ব্যবসা হোক বা সাহিত্য, সবখানে তাঁর মূল্যবান অবদান। সেকথাই মনে করিয়ে দিল আশুতোষ কলেজ ও দেশবন্ধু কলেজ ফর গার্লসের যৌথ আলোচনা সভা এবং কর্মশালা। যেখানে আলোচনার বিষয় ছিল ?নারী-কথায় সাহিত্য ও সমাজ?।
২৭ মার্চ ছিল রাজ্য স্তরের এই আলোচনাসভা এবং কর্মশালা। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আশুতোষ কলেজের অধ্যক্ষ ড. মানস কবি এবং দেশবন্ধু কলেজ ফর গার্লসের অধ্যক্ষ ড. অনিতা চট্টোপাধ্যায় গুপ্ত। শুরুতেই অতিথিদের স্বাগত জানান আশুতোষ কলেজের আইকিউএসি সঞ্চালক ড. শ্রাবণী রায়। প্রারম্ভিক ভাষণ দেন দেশবন্ধু কলেজ ফর গার্লসের অধ্যক্ষ।