মমতার মৃত্যু কামনা! দিলীপের পর অভিজিতের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল
প্রতিদিন | ২৮ মার্চ ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল। রাজ্যের শাসকদলের অভিযোগ, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী। তৃণমূলের দাবি, এটাই বিজেপির সংস্কৃতি। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করছেন তাদের প্রার্থী। ফলে অভিজিতের প্রার্থীপদ খারিজ করার দাবি নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল।
বৃহস্পতিবার একটি দীর্ঘ টুইট করে তৃণমূল। তারাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারের একটি অংশ টুইট করেন। তাতেই তমলুকের বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, ?মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।? তাঁর এহেন মন্তব্যেই তীব্র আপত্তি তৃণমূলের। সমালোচনায় সরব হয়েছে তাঁরা।