৩ হাজার কোটি ফেরতের আশ্বাস মোদীর, প্রতিবাদে কমিশনে যাচ্ছে তৃণমূল
এই সময় | ২৮ মার্চ ২০২৪
বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর পর কৃষ্ণনগরের দলীয় প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোন কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টেলিফোনিক কথাবার্তার সময় বাংলায় ইডির অ্যাটাচ করা প্রায় ৩ হাজার কোটি টাকা তিনি গরীব মানুষদের ফেরত দিতে চান বলে জানিয়েছেন। এমনকী নির্বাচনের পরে এই বিষয়ে কোনও না কোনও উপার বের করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এবার সেই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানান হবে বলে ঘোষণা করল তৃণমূল।বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'প্রধানমন্ত্রী ফোনের মাধ্যমে..., এটা বিজেপির একটা কৌশল, যা স্ক্রিপ্টেড, তিনি কথা বলছেন, যে উত্তর দিচ্ছেন, সেটা স্ক্রিপ্টেড। সেখানে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, ইডি যে টাকা উদ্ধার করেছে, সেটা তিনি প্রতারিতদের দিয়ে দেব। আমরা অবাক হয়ে গেলাম। প্রধানমন্ত্রী কী করে এটা বলতে পারেন? এখন এমসিসি (মডেল কোড অফ কন্ডাক্ট) চলছে, তার মধ্যে প্রধানমন্ত্রী কখনও এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন না। আমরা নির্বাচন কমিশনে এই বিরুদ্ধে প্রতিবাদ জানাব, অভিযোগ জানাব।'
নরেন্দ্র মোদীর সঙ্গে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের কথপোকথনের যে অডিয়ো ক্লিপিং প্রকশ্যে এসেছে সেখানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, 'আমার ইচ্ছা আছে, যদি আইনি পরামর্শ পাওয়া যায়, তাহলে নতুন সরকার তৈরি হলেই, এই যে ৩ হাজার কোটি টাকা, যেটা গরীবদের, আর যাঁরা এই ধরনের টাকা ঘুষ হিসেবে দিয়েছিলেন, তাঁদের তা ফেরত দিয়ে দিতে চাই। আপনি (অমৃতা রায়) মানুষকে বলুন, যে মোদীজির সঙ্গে আমার কথা হয়েছে, আর তিনি বলেছেন যে বাংলার মানুষ বিশ্বাস রাখুন, যে ৩ হাজার কোটি টাকা ED অ্যাটাচ করেছে, সেই ৩ হাজার কোটি টাকা বাংলার গরীব মানুষের। সেটা তাঁদের ফেরত দিতে, কোনও না কোনও রাস্তা খুঁজে বের করা হবে।'
একইসঙ্গে অমৃতা রায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমার বিশ্বাস আপনি অবশ্যই জয়ী হবেন ও বাংলার মানুষকে সেবা করার আপনার পরিবারের যে ঐতিহ্য রয়েছে, সেটিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি জয়ী হয়ে আসুন, আমরা একসঙ্গে বাংলার মানুষকে সেবা করব।' এছাড়া দলীয় প্রার্থীকে অমৃতা সিনহাকে প্রধানমন্ত্রীর নির্দেশ, 'নির্বাচনে জয়ের পর প্রথম ১০০ দিনে কৃষ্ণনগরের জন্য কী করবেন, তা সম্পূর্ণভাবে ভেবে রাখুন। আমি আপনার পাশে থাকব।'