India China Relation : 'চিনের সঙ্গে কোনওরকম আপোসে নয়', বক্তব্যে অনড় জয়শংকর
এই সময় | ২৮ মার্চ ২০২৪
ভারতের সঙ্গে দীর্ঘদিনের লিখিত চুক্তি বজায় রাখতে ব্যর্ত হয়েছে বেজিং। বুধবার কুয়ালালামপুরে সাফ জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । মালয়েশিয়ায় প্রবাসী বারতয়দের সঙ্গে কথোপকথনের সময় চিনের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে ভারতের সীমানা সুরক্ষিত করার ওপর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এস জয়শংকর ।চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাভাবিকতা শুধুমাত্র সৈন্য মোতায়েনের উপর ভিত্তি করে হবে বলে এদিন সাফ জানিয়েদেন বিদেশ মন্ত্রী এস জয়শংকর । একই সঙ্গে তিনি আরও বলেন, বেজিংয়ের সঙ্গে ভারতের সম্পর্কের পূর্বশর্তই থাকবে। এর পাশাপাশি ভারতের সীমানা সুরক্ষিত করার উপরও জোর দেন তিনি। ভারতীয়দের কাছে আমার প্রথম কর্তব্যই হল সীমানা সুরক্ষিত করা, আমি কখনওই এর সঙ্গে আপোস করব না বলে এদিন সাফ জানিয়েছেন জয়শংকর ।
তিনি এদিন বলেন, প্রতিটি দেশই চায় তার প্রতিবেশী দেশের সঙ্গে সস্পর্ক ভালো করতে। তবে প্রতিটা সম্পর্ককে কোনও না কোনও ভিত্তির উপর গড়ে তুলতে হবে। তিনি এও জানান, যে ভারত এখনও চিনের সঙ্গে আলোচনা করছে। দু দেশের সামরিক কমান্ডাররা একে অপরের সঙ্গে আলোচনা করেন। তিনি এদিন সাফ বলেন, ‘আমরা খুব স্পষ্ট যে আমরা একটি চুক্তি করেছি। একটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা রয়েছে। আমাদের সেই লাইনে সৈন্য না আনার একটি ঐতিহ্য রয়েছে। আমাদের উভয়ের কিছু দূরে ঘাঁটি রয়েছে, যা আমাদের ঐতিহ্য স্থাপনার স্থান এবং আমরা সেই স্বাভাবিকতাই চাই। সুতরাং যে স্বাভাবিকতা ফিরে আসে যেখানে আমরা সৈন্য মোতায়েনের পরিপ্রেক্ষিতে রয়েছি সেটাই হবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তি। একইসঙ্গে তিনি জানান, চিনের ক্ষেত্রে দু’পক্ষের সীমান্ত বিরোধসহ বিভিন্ন কারণে সম্পর্ক কঠিন হয়ে পড়েছে।
২০২০ সালের জন মাসে গালওয়ান উপত্যকায় হওয় সংর্ঘষ কয়ক দশকের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুতর সামরিক সংঘাত হিসেবে চিহ্নিত। ভারত ক্রমাগত সীমান্ত এলাকায় শান্তি রক্ষার ওপর জোর দিয়ে আসছে। চিনের সঙ্গে সম্পর্কস্বা ভাবিক করার জন্য এটা দরকার বলে মনে করে ভারত।
মালয়েশিয়ায় দু’দিনের সরকারি সফরে বিদেশমন্ত্রী এস জয়শংকর দেখা করেন সেখানকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। দুই নেতা একে অপরের সঙ্গে মত বিনিময় করেন। বানিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, কৃষি, পর্যটন, প্রতিরক্ষা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তাঁরা।