বিচার ব্য়বস্থার পবিত্রতা নিয়ে আশঙ্কাপ্রকাশ করে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লেখেন দেশের ৬০০ জন আইনজীবী। এই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, 'ভয় দেখানো়, হেনস্থা করা এগুলো কংগ্রেসের পুরনো সংস্কৃতি।'নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া৬০০ আইনজীবীর চিঠির কয়েকঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেছেন। যেখানে তিনি কংগ্রেসের স্বার্থান্বেষী মনোভাবের প্রসঙ্গ উত্থাপন করেছেন। বিরোধীদের দিকে তোপ দেগে মোদী দাবি করেন, 'অন্যদের উপর মেজাজ দেখানো এবং তাদের হেনস্থা করাই কংগ্রেসের ঐতিহ্য। পাঁচ দশক আগে তারা নিজেরাই একটি প্রতিশ্রুতিবদ্ধ বিচার বিভাগের দাবি জানিয়েছিল। এখন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নির্লজ্জভাবে অন্যদের থেকে প্রতিশ্রুতি দাবি করছে। তবে দেশের জন্য কোনও প্রতিশ্রুতি রাখতে পারেনি। ফলে এতে অবাক হওয়ার কোনও কারণ নেই, ১৪০ কোটি দেশবাসী তাদের পরিত্যাগ করেছে।'
কেন চিঠি লেখা হয়েছে প্রধান বিচারপতিকে?দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে দেওয়া চিঠিতে স্বাক্ষর রয়েছে আইনজীবী হরিশ সালভে এবং সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্ররও। এ ছাড়াও জানা গিয়েছে, যে সমস্ত আইনজীবীরা প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অদীশ আগরওয়ালা, চেতন মিত্তল, পিঙ্কি আনন্দ, হিতেশ জৈন, উজ্জ্বলা পওয়ার, উদয় হোল্লা প্রমুখ। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, স্বার্থান্বেষী গোষ্ঠী বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করছে। আদালতের সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভিত্তিহীন অভিযোগ এনে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
চিঠিতে কী উল্লেখ?চিঠিতে আরও বলা হয়েছে, যে সমস্ত মামলায় রাজনৈতিক ব্যক্তিত্বরা দুর্নীতিতে অভিযুক্ত, সেই সব মামলাতেই এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। এই ধরনের কাজের ফলে আদালতের গরিমা এবং আইনের শাসনের ধারণা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করা হয়েছে আইনজীবীদের ওই চিঠিতে। যদিও চিঠিতে কোনও নির্দিষ্ট মামলার কথা বলা হয়নি। তবে দেশের বেশ কিছু বিরোধী নেতার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন। সেগুলি সম্পর্কেই যে দেশের প্রধান বিচারপতির দৃষ্টির আকর্ষণ করা হয়েছে, তা বলাই বাহুল্য। বিরোধী দলগুলি নাগাড়ে অভিযোগ চালাচ্ছে, BJP তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। এই আবহে ৬০০ আইনজীবীর প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এর পালটা মোদী মুখ খোলায় লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠল, তা আর বলার অপেক্ষা করে না।