• শর্ত না মেনে বাড়িতে আমিষ রান্না! স্বামীর ধমকে ঘরছাড়া স্ত্রী, ভাঙল প্রেমের বিয়ে
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • চার- পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরিয়ানার পানিপথের বাসিন্দা দুই যুবক-যুবতী। তবে বিয়ের আগেই প্রেমিক হবু স্বামী তাঁর হবু স্ত্রীকে শর্ত দিয়েছিলেন বাড়ির বাইরে আমিষ খাবার খেলেও বাড়ির ভেতরে আমিষ খাবার খাওয় তো দূর অস্ত রান্না পর্যন্ত করা যাবে না। সেই সময় প্রেমে অন্ধ হয়ে হবু স্বামীর কথায় রাজি হন প্রেমিকা। তারপর দুই বাড়ির সম্মতিতে ধুমধাম করেই হয় দুজনের বিয়ে।তবে গোল বাধল বিয়ের পর। বিয়ের পর থেকে আমিষ খাবার খাওয়ার ইচ্ছে হলে বাড়ির বাইরে স্ত্রীকে নিয়ে যেতেন স্বামী। এমনকি স্ত্রীর ইচ্ছায় আজন্ম নিরামিশাষী স্বামীও আমিষ খেতে শুরু করেন, তবে অবশ্যই তা বাড়ির বাইরে। বিয়ের পর প্রায় আড়াই বছর সবকিছু ঠিকঠাক চললেও আর সহ্য করতে না পেরে বাড়িতেই আমিষ রান্না শুরু করেন স্ত্রী।

    নিজের স্বাদ অনুসারে চিকেন, মটন রান্না করা এবং সেইসঙ্গে বাইরের দামি আমিষ খাবার এড়িয়ে চলার কারণেও বাড়িতেই আমিষ রান্না শুরু করেন স্ত্রী। শর্ত মানতে না দেখে এরপর স্ত্রীকে রান্নায় বাধা দিতে শুরু করেন স্বামী। আর তাতেই শুরু হয় দুজনের মধ্যে ঝামেলা। দুজনের প্রতিদিনের ঝামেলা পরিণত হয় ঝগড়ায়। প্রতিবাদে ২০২২ সালে দম্পতির ঝগড়া চরমে ওঠে এবং শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী। আমিষ রান্নার বিষয়টি গড়ায় ডিভোর্সের মামলা পর্যন্ত। শুরু হয় ডিভোর্সের মামলা। তবে সেই সময় মহিলার শাশুড়ি নারীসুরক্ষা ও বাল্য বিবাহ অভিযানের কর্মকর্তাদের শরণাপন্ন হন। সেই সময় কোনও মতে ছেলের বিয়ে ভাঙ্গার হাত থেকে বাঁচান। এবছর ফের বাড়িতে আমিষ রান্না করা নিয়ে দম্পতির ঝামেলা চরমে ওঠে। স্বামীর ধমকে বাড়ি ছেড়ে পালিয়ে যান স্ত্রী। দম্পতির একটি সন্তানও আছে।

    আপাতত স্বামীর সঙ্গে থাকতে চাইছেন না স্ত্রী। নতুন করে ডিভোর্সের মামলা করতে চাইছেন দুজনে। আপাতত কাউন্সেলিং চলছে দুজনের। মহিলা আধিকারিক কথা বলেছেন দম্পতির সঙ্গে। জানা গেছে, টাকার অভাবে প্রতিদিন বাইরে থেকে আমিষ রান্না কেনা সম্ভব না হওয়ায় বাড়িতেই আমিষ রান্না শুরু করেন স্ত্রী। আর তাতেই আপত্তি করেন স্বামী। বাড়িতে আমিষ রান্নার শর্ত না মানার জন্য স্ত্রীকে বকাবকি করেন স্বামী আর তাতেই গোসা করে বাড়ি ছেড়েছেন স্ত্রী।
  • Link to this news (এই সময়)