• লোকসভা ভোটের দিন কি সরকারি-বেসরকারি অফিসে সবেতন ছুটি বাধ্যতামূলক? জানুন কমিশনের নিয়ম
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • আগামী মাস থেকেই শুরু হচ্ছে দেশের ১৮তম লোকসভা নির্বাচন। গত ১৬ মার্চ লোকসভা ভোটের সম্পূর্ণ নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল থেকে সাত দফায় ভোট হবে দেশে। শেষ হবে ১ জুন। ৪ জুন প্রকাশিত হবে লোকসভা ভোটের ফল। ভোটের দিনগুলিতে কি ভোটাররা ছুটি পাবেন? অফিস না গেলে কি আপনার বেতন কাটা যেতে পারে?কী বলছে নির্বাচন কমিশনের নিয়ম?উল্লেখ্য, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার নিজের কেন্দ্রের ভোটের দিন সবেতন ছুটি পান। ১৯৫১ সালের রেপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট অনুযায়ী, ভোটের দিন নির্দিষ্ট কেন্দ্রের প্রত্যেক ভোটার কর্মস্থল থেকে ছুটি পাবেন। এই অ্যাক্টের ১৩৫বি ধারা অনুযায়ী, সবেতন ছুটি ধার্য করতে হবে লোকসভা কেন্দ্রের ভোটারদের জন্য। সরকারি, বেসরকারি, আধা সরকারি এবং সমস্ত প্রকারের অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের ক্ষেত্রে এই সবেতন ছুটি বাধ্যতামূলক।

    এমনকী, ১৯৫১ সালের রেপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট এও জানাচ্ছে, যদি কোনও সংস্থার তরফে ভোটারদের ছুটি না দেওয়া হয়, সে ক্ষেত্রে কর্তপক্ষকে ৫০০ টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে। পাশাপাশি কেবলমাত্র লোকসভা নির্বাচন নয়, একইসময় অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচন এবং একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

    লোকসভা ভোটে সবেতন ছুটি বাধ্যতামূলক

    কোনও ভোটার যদি কর্মসূত্রে অন্যত্র বাস করেন, সে ক্ষেত্রেও নিজের কেন্দ্রে ভোট দেওয়ার জন্য তাঁকে কর্মস্থল থেকে সবেতন ছুটি দেওয়া বাধ্যতামূলক। উদাহরণ স্বরূপ- কোনও ভোটার যদি উত্তর প্রদেশের বারাণসীর বাসিন্দা হন এবং কর্মসূত্রে কেরালায় থাকেন, সে ক্ষেত্রে বারাণসীর নির্বাচনের দিন (১ জুন) তাঁকে কেরালার সংস্থা সবেতন ছুটি দিতে বাধ্য। আবার মেদিনীপুরের কোনও বাসিন্দা যদি কর্মসূত্রে কলকাতায় থাকেন তবে মেদিনীপুরের ভোটের দিন (২৫ মে) কলকাতার কর্মক্ষেত্র থেকে তিনি সবেতন ছুটি পাবেন।

    বাংলায় ছুটি ঘোষণাপ্রসঙ্গত, লোকসভা ভোটের দিনগুলিতে সরকারি ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। যে যে কেন্দ্রে যেদিন নির্বাচন রয়েছে সেই কেন্দ্রগুলিতে সেদিন ভোটাররা সবেতন ছুটি পাবেন। কেবলমাত্র সরকারি দফতর নয়, বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে নবান্নের বিজ্ঞপ্তিতে। তবে শ্রম দফরের তরফে সে নিয়ে একটি পৃথক বিজ্ঞাপ্তি জারি করা হবে বলেও খবর।
  • Link to this news (এই সময়)