• Nirmala Sitharaman Net Worth : কোটি টাকার বাড়ি-জমি-সোনা! অর্থাভাবে লোকসভায় দাঁড়াতে অনিচ্ছুক নির্মলার সম্পত্তির পরিমাণ কত?
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • অর্থমন্ত্রীর নিজের ভাঁড়ারই নাকি শূন্য। লোকসভা ভোটে লড়ার জন্য তাঁর কাছে কোনও অর্থ নেই। তাই দলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনটাই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদীর কিচেন ক্যাবিনেটের এই সদস্য। রাজ্যসভার সাংসদ নির্মলা সীতারমন কত সম্পত্তির মালিক জানেন?নির্মলা সীতারমন একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, লোকসভা ভোটে লড়াইয়ের জন্য যেরকম অর্থের প্রয়োজন পড়ে, তা তার নেই। তাঁর এই মন্তব্য অনেকেরই চোখ কপালে তুলেছে। আগ্রহ তৈরি হয়েছে দেশের অর্থমন্ত্রীর সম্পত্তির পরিমাণ নিয়েও। জানেন কত টাকার মালিক নির্মলা সীতারমন?

    নির্মলা সীতারমনের মোট সম্পত্তির পরিমাণনবভারত টাইমসে প্রকাশিত প্রতিবেদন এবং মাইনেতা ইনফো ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৩৯৬ টাকা। এর মধ্যে রয়েছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। তাঁর কাছে রয়েচে ৩১৫ গ্রাম সোনা। পাশাপাশি রয়েছে ২ কোটি রুপো। তাঁর কাছে কোনও চারচাকা নেই। তবে একটি বাজাজ চেতক স্কুটার রয়েছে। যার বাজারদর ২৮ হাজার ২০০ টাকা। হায়দরাবাদের কাছে প্রায় ১৬ লাখ টাকার জমি রয়েছে নির্মলা সীতারমনের নামে।

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদের কাছে স্থাবর সম্পত্তি রয়েছে মোট ১ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ২০০ টাকার। নির্মলা সীতারমনের নামে রয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকার একটি ব্যক্তিগত ঋণ। এ ছাড়া ৩০ লাখ ৪৪ হাজার ৮৩৮ টাকার আরও একটি ব্যাঙ্ক ঋণ রয়েছে তাঁর নামে। রাজ্যসভার মনোনয়ন জমা করার সময় নির্বাচন কমিশনে জমা করা হলফনামা অনুযায়ী তিনি নিজের কাছে ১৭ হাজার ২০০ টাকা নগদ রয়েছে বলে উল্লেখ করেছিলেন। ব্যাঙ্কে FD-র পরিমাণ ৪৫ লাখ ৪ হাজার ৪৭৯ টাকা।

    নির্মলা সীতারমনের কেরিয়ার১৯৫৯ সালের ১৮ অগাস্ট নির্মলা সীতারমন মাদুরাই শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নারায়ণন সীতারমন রেলে চাকরি করতেন। মা সাবিত্রী ছিলেন গৃহবধূ। নির্মলার স্কুলজীবন কাটে মাদুরাইতেই। এরপর তিনি তিরুচিরাপল্লীর সীতালক্ষ্মী রামস্বামী কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থনীতিতে স্নাতকোত্তর এবং এম.ফিল করেন। সীতারমনের স্বমী পরাকল প্রভাকরও জেএনইউ-এর ছাত্র। তিনি লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে পড়াশোনা করেন।

    BJP-র প্রথমসারির নেতা এবং নরেন্দ্র মোদীর কিচেন ক্যাবিনেটের অন্যতম বিশ্বস্ব নির্মলা সীতারমন। তিনি দেশের প্রথম পূর্ণসময়ের মহিলা অর্থমন্ত্রী। এর আগে ইন্দিরা গান্ধী ১৯৭০-১৯৭১ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন নিজের হাতেই অর্থ মন্ত্রক রেখেছিলেন। নির্মলা সীতারমন বাণিজ্য এবং কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় মহিলা আয়োগের সদস্য ছিলেন ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত।
  • Link to this news (এই সময়)