Govinda: জল্পনায় সিলমোহর! শিবসেনাতেই গোবিন্দা, কোন আসনে প্রার্থী?
এই সময় | ২৮ মার্চ ২০২৪
সত্যি হল জল্পনা। ২৪-র লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে কামব্যাক বলিউড অভিনেতা গোবিন্দার। শিন্ডে শিবিরে যোগদান করলেন গোবিন্দা। লোকসভা নির্বাচনে যতই এগিয়ে আসছে ততই রাজনীতির পারদ চড়ছে। রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে বলিউড। একাধিক অভিনেতা-অভিনেত্রী যোগ দিয়েছেন রাজনীতিতে। তারকাদের ভোটের ময়দানে নামিয়ে জনগণের মন জেতা রাজনৈতিক দলগুলির পুরনো হাতিয়ার। সেই হাতিয়ার প্রতিবারই শান দেওয়ার পর্ব চলে নির্বাচন এগিয়ে আসলেই। সম্প্রতি হিমাচল প্রদেশে মাণ্ডি আসন থেকে বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতকে প্রার্থী করেছে বিজেপি। এই আবহে জনপ্রিয় অভিনেতার রাজনীতিতে নামার জোরাল গুঞ্জন ছড়ায়। কয়েক দিন ধরেই রাজনৈতিক মহলের অন্দরে কান আড়ি পাতলেই শোনা যাচ্ছিল নব্বই দশকের হার্টথ্রব গোবিন্দর ফের রাজনীতির ময়দানে প্রত্যাবর্তন হতে পারে। সেই জল্পনাই সত্যি হল বৃহস্পতিবার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে দলের সদস্যপদ গ্রহণ করলেন গোবিন্দা। এবার গুঞ্জন ছড়াচ্ছে তাঁকে উত্তর-পশ্চিম মুম্বই লোকসভা আসন থেকে প্রার্থী করতে পারে দল।
সম্প্রতি এক ছবিতে গোবিন্দের সঙ্গে দেখা যায় শিবসেনা একনাথ শিন্ডের গোষ্ঠীর মুখপাত্র এবং প্রাক্তন বিধায়ক কৃষ্ণা হেগড়ের সঙ্গে। বুধবার রাতে গোবিন্দের জুহুর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছেছিলেন কৃষ্ণা হেগড়ে। তাঁদের বৈঠকের পরই গোবিন্দ একনাথ শিন্ডের গোষ্ঠীতে যোগ দেওয়ার জল্পনা আরও জোরাল হয়।
Govinda Lok Sabha: ফের রাজনীতির ময়দানে গোবিন্দা আলাউত্তর-পশ্চিম মুম্বই লোকসভা আসনে উদ্ধব বালাসাহেব ঠাকরে (UBT) মারাঠি অভিনেতা অমল কীর্তিকরকে প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। বিজেপি এই আসন থেকে পরিচিত মুখকেই প্রার্থী করতে চাইছিল। এই আবহে জোর আলোচনা শুরু হয় গোবিন্দার নাম নিয়ে। তবে গোবিন্দ এবং প্রাক্তন বিধায়ক কৃষ্ণা হেগড়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকে জোর জল্পনা, এবার বলি অভিনেতা একনাথ শিন্ডে শিবসেনার টিকিটে এই আসন থেকে লড়তে পারেন। এই আবহে শিন্ডে শিবিরে যোগদান করলেন গোবিন্দা।
সম্প্রতি একনাথ শিন্ডে গোষ্ঠীর নেতা কৃষ্ণা হেগড়ের সাথে দেখা করেন গোবিন্দা
সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছিলেন গোবিন্দা। দলীয় সূত্র মারফত খবর, দিন তিনেক আগে তাঁদের দু'জনের সাক্ষাৎ হয়েছিল। উল্লেখ্য, ২০০৪ সালে উত্তর মুম্বাই লোকসভা আসন থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গোবিন্দা। পরাজিত করেছিলেন বিজেপির রাম নায়েককে। তবে সাংসদ হওয়ার পর বিশেষ ভাবে নজর কাড়তে পারেননি। কিছুদিনের মধ্যেই ছন্দপতন হয়। কংগ্রেস থেকে ইস্তফা দেন গোবিন্দা। ২০০৮ সালের ২০ জানুয়ারি গোবিন্দা নিজেই কংগ্রেস দল এবং রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়িয়েছিলেন। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক জীবনের নানান ব্যস্ততা তাঁর পেশাগত জীবনকে ব্যাহত করেছে। তবে একদা রাজনীতিকে বিদায় জানানো সেই গোবিন্দার আবার কামব্য়াক হল রাজনীতির ময়দানে। এবার দেখার তিনি লোকসভা আগের টিকিট পান কিনা।