• ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত
    হিন্দুস্তান টাইমস | ২৮ মার্চ ২০২৪
  • বিজেপি লোকসভা নির্বাচনে যাঁকে প্রার্থী করেছে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প স্বাস্থ্যসাথীর উপভোক্তা। অর্থাৎ তাঁর স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড রয়েছে। অথচ দিনরাত এখন তিনি রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের মুণ্ডপাত করছেন। এমনকী তাঁকে আবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন। সেই কথোপকথন আবার সাংবাদিক বৈঠক করে তিনিই বলেছেন। তাঁকে সামনে রেখেই সন্দেশখালি তাস খেলতে চেয়েছে বিজেপি। হ্যাঁ, তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আজ, বৃহস্পতিবার সেই তথ্য ফাঁস করেছে তৃণমূল কংগ্রেস। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এই বিষয়ে ফেসবুক পোস্ট করেছেন। যা নিয়েই এখন রাজ্য–রাজনীতি তোলপাড়।

    এদিকে আজ রেখা পাত্রের নামে ওই কার্ড এবং তার বিস্তারিত তথ্য ফেসবুকে ফাঁস করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা দেবাংশু। আর তাতে এখন বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস বিষয়টিকে সামনে নিয়ে এসে এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘‌বমাল ধরা পড়েছে। বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র তঞ্চকতার চরম খেলা খেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়ে দিল্লির জমিদারদের সঙ্গে হাত মিলিয়েছেন। প্রধানমন্ত্রী আপনি পরেরবার ফোন করে অবশ্যই জিজ্ঞাসা করবেন তাঁর স্বাস্থ্যসাথী কার্ডের কথা। ভুলে যাবেন না। আশা করি এতে বুঝতে আপনার সুবিধা হবে আমাদের নেত্রীর মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্যসাথী পরাজিত করেছে আয়ুষ্মান ভারত প্রকল্পকে।’‌ আর দেবাংশু ভট্টাচার্য বিস্তারিত তথ্য ফেসবুকে দিয়ে লিখেছেন, ‘‌বিজেপি প্রার্থী রেখা পাত্রও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন। রইল তাঁর স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেইলস।’‌

     

    অন্যদিকে এতেই তেতে ওঠেন বিজেপির নেতারা। পাল্টা আক্রমণ করে জবাব দিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার। সন্দেশখালির প্রতিবাদী মহিলাদের অবজ্ঞা করার জন্য। তৃণমূল কংগ্রেসের নীচ রাজনীতি এই যে, বিজেপি প্রার্থী রেখা পাত্রের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে। যদি কোনও ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য হাল বেহাল হয়েছে। বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ ভিন রাজ্য থেকে চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেননি।’

    আরও পড়ুন:‌ বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর

    এখানেই শেষ নয়, অস্বস্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বলেছেন, স্বাস্থ্যসাথী কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি?‌ কিন্তু এই প্রশ্ন তুললেও ড্যামেজ কন্ট্রোল করা যায়নি। এখন নির্বাচন কমিশনকে যুক্ত করে তৃণমূল কংগ্রেসের এমন ব্যক্তিগত তথ্য ফাঁসের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, ‘নির্বাচন কমিশনকে অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার অনুরোধ করছি। পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দার সব তথ্য যেন সুরক্ষিত থাকে। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে তথ্যের অপব্যবহার করছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)