• কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড
    হিন্দুস্তান টাইমস | ২৮ মার্চ ২০২৪
  • কংগ্রেসে যোগদান করলেন হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড। আসন্ন লোকসভা নির্বাচনে পাহাড়ে কংগ্রেস প্রার্থীকে ভোটদানের আহ্বান জানালেন তিনি। বৃহস্পতিবার কংগ্রেসে যোগদান করে অজয় এডওয়ার্ড বলেন, আমাদের আবেগ নিয়ে ১৫ বছর ধরে খেলছে বিজেপি। অজয় এডওয়ার্ডের কংগ্রেসে যোগদানে দার্জিলিং কেন্দ্রের লড়াই আরও জমজমাট হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

    এদিন কংগ্রেসে যোগদানের পর অজয় এডওয়ার্ড বলেন, গোর্খা জাতি অত্যন্ত বিশ্বস্ত। ১৫ বছর ধরে বিজেপি আমাদের আবেগ নিয়ে খেলেছে। শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। যার কোনওটাই কার্যকর হয়নি। উলটে অগ্নিবীর প্রকল্প এনে পাহাড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি।

    তিনি বলেন, পাহাড়ে ভালো প্রার্থী দিলে কংগ্রেস এখানে জিতবে। আমি সমস্ত গোর্খা ভাইকে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটকে ভোট দিতে আহ্বান জানাব। কংগ্রেসের হাত ধরে আমরা গোর্খা জাতি তথা উত্তর পূর্বের উন্নয়নে এগিয়ে যাব।

    লোকসভা নির্বাচনে বর্তমান সাংসদ রাজু বিস্তকেই টিকিট দিয়েছে বিজেপি। ওদিকে পাহাড়ের বাসিন্দা গোপাল লামাকে টিকিট দিয়েছে তৃণমূল। ওদিকে সুতোয় ঝুলে থাকা বাম – কংগ্রেস জোটের কোনও পক্ষই এখনও ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। অজয় এডওয়ার্ডের কংগ্রেসে যোগদানে দার্জিলিং কেন্দ্রে লড়াই ত্রিমুখি হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

    পাহাড়ের রাজনীতিতে সাম্প্রতিককালে বেশ জনপ্রিয়তা পেয়েছেন পেশায় ব্যবসায়ী অজয় এডওয়ার্ড। তাঁর হামরো পার্টি স্থানীয় নির্বাচনগুলিতে নজরকাড়া ফল করেছে। তাঁর কংগ্রেসে যোগদানে পাহাড়ে গোর্খা ভোটের একাংশ সরাসরি কংগ্রেসের ঝুলিতে চলে এল বলে মনে করা হচ্ছে। ওদিকে আলাদা রাজ্যের দাবি পূরণ না হওয়ায় এবার দার্জিলিং কেন্দ্রে যথেষ্ট বেগ পেতে হতে পারে বিজেপিকে।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)