• লোকসভার মুখে বড় চমক! রাজনীতিতে করিশ্মা-করিনা? কোন দলে যোগ কপুর বোনেদের?
    এই সময় | ২৯ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ বাড়ছে। কঙ্গনা রানাউত, অরুণ গোভিল, গোবিন্দা কিংবা রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা এবার লোকসভার লড়াইয়ে। আরও বহু তারকা লোকসভার আগে বিভিন্ন রাজনৈতিক দল যোগ দিতে পারেন বলেও খবর মিলছে। এই তালিকায় যুক্ত হতে পারেন করিনা এবং করিশ্মা কপুরও।জল্পনা রটেছে, কপুর পরিবারের দুই কন্যা লোলো এবং বেবো এবার রাজনীতির ময়দানে ডেবিউ করতে চলেছেন। কোন রাজনৈতিক দলে পা রাখতে পারেন তাঁরা? শোনা যাচ্ছে, একনাথ শিন্ডের শিবসেনা শিবিরে খুব শীঘ্রই যোগদান করতে পারেন কপুর সিস্টার্স। মুম্বইয়ের দু'টি কেন্দ্র থেকে তাঁরা লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন বলে খবর রটে গিয়েছে। যদিও করিশ্মা কিংবা করিনা কপুরের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ সম্পর্কে কোনও আপডেট মেলেনি। ফলে সরাসরি ভোটে না লড়াই করলেও দুই বোন শিবসেনার তারকা প্রচারক হিসেবে জনসভা, ব়্যালি, মিটিং-মিছিলে মুখ দেখাতেই পারেন।

    রাজনীতির ময়দানে বলিউড স্টারদের যোগদান কিংবা লোকসভা ভোটে লড়াই, নতুন কিছু নয়। এ বারও দেশের একাধিক আসনে ভোটে লড়ছেন জনপ্রিয় চলচ্চিত্র তারকারা। সেই তালিকাতেই কপুর পরিবারের দুই সদস্য নাম লেখাবেন কি না, সেটাই এখন দেখার। উল্লেখ্য, এর আগে কপুর পরিবারের কোনও সদস্যকে সরাসরি রাজনীতিতে যোগদান করতে দেখা যায়নি। ফলে লোলো এবং বেবো লোকসভায় ডেবিউ করলে তা কার্যত রাজনীতিতে কপুর খানদানের হাতেখড়ি হবে।

    শোনা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন দুই তারকা বোন। কপুর পরিবারের সঙ্গে শিবসেনার একটি পুরনো যোগসূত্র রয়েছে বলেও খবর।
  • Link to this news (এই সময়)