• নির্বাচনী সমঝোতায় তৃণমূল চক্ষুশূল, ইডি তলব প্রসঙ্গে ফের মহুয়ার পাশেই অধীর
    এই সময় | ২৯ মার্চ ২০২৪
  • আসন সমঝোতার বিষয়ে নারদ-নারদ। তবে ইডি তলব প্রসঙ্গে ফের মহুয়ার পাশেই দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচনের মুখে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি বিরোধী দলগুলোর উপর চাপ সৃষ্টি করতে চাইছে, মহুয়াকে তলব প্রসঙ্গে এমনটাই ব্যাখ্যা বহরমপুরের কংগ্রেস প্রার্থীর।এক সাংবাদিক বৈঠকে অধীর এদিন জানান, পরিকল্পিতভাব্ব মহুয়া মৈত্রের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাঁকে অপদস্ত করা হচ্ছে। অধীর চৌধুরী বলেন, 'মহুয়ার উপর অন্যায় হচ্ছে তৃণমূল নেতাদের অনেক আগেই আমি লোকসভায় বলেছিলাম। পরিকল্পিতভাবে তাঁদের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে। লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্ত ভারতীয় গণতন্ত্রে নজিরবিহীন ঘটনা।’

    ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের অপদস্ত করার জন্যেই এই কাজ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এই প্রসঙ্গে, ভোটের মুখে কংগ্রেসের দুটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন। কংগ্রেসের দুটি অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ভোটের মুখে তাঁরা দলের অর্থ কাজে লাগাতে না পারে বলে জানান অধীর।

    Mahua Moitra : 'ED ডেকেছে', জবাবে মহুয়া টুইস্ট

    কেন্দ্রীয় একেন্সির পাশাপাশি অধীরের বক্তব্যে উঠে আসে নির্বাচনী বিধিভঙ্গের প্রসঙ্গও। সম্প্রতি, নদিয়া জেলার কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে একটি টেলিফোনিক কথোপকথনে মোদী জানিয়েছেন, ইডি রাজ্য থেকে যে টাকা বাজেয়াপ্ত করেছে, সেই টাকা এই রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশে খরচ করা হবে। এরকম মন্তব্য নির্বাচনী বিধিভঙ্গ করে বলে দাবি করেন অধীর। এর আগেও নির্বাচনের সময় মোদী বিধিভঙ্গ করেছেন বলেও দাবি অধীরের। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে পদক্ষেপ নিক, দাবি তাঁর।

    লোকসভা নির্বাচন দোরগোড়ায়। প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন দলের প্রার্থীরা। এর মাঝেই নদিয়া জেলার কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করে ইডি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। আজ, ২৮ মার্চ তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। যদিও এদিন ইডি ডাকে সাড়া না দিয়ে নিজের কেন্দ্রেই প্রচারে ব্যস্ত ছিলেন তিনি।

    এর আগে অর্থের বিনিময়ে প্রশ্নের মামলায় তাঁকে সংসদ থেকে বহিস্কার করা হয়। পরবর্তীকালে লোকপালের নির্দেশিকায় সিবিআই তদন্তের কথা জানানো হয়। গত সপ্তাহেই মহুয়া মৈত্রের নদিয়ার বাড়িতে এবং কলকাতার একটি বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। এরপরেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে মহুয়া জানান, নির্বাচনী আচরণ বিধি চালু থাকার মধ্যে এভাবে তল্লাশি করাটা বিধিভঙ্গ করছে।
  • Link to this news (এই সময়)