ফের দমদমে সিগন্যাল বিভ্রাট, অফিস ফেরতা পথে ভোগান্তি
এই সময় | ২৯ মার্চ ২০২৪
সিগন্যালিংয়ের সমস্যা পিছু ছাড়ছে না পূর্ব রেলের। বৃহস্পতিবার ফের সিগন্যালিংয়ের সমস্যার কারণে প্রভাবিত হল ট্রেন চলাচল। এবারও সেই শিয়ালদা ডিভিশন। পয়েন্ট ও সিগন্যালিং গোলযোগের জেরে দমদমে চক্ররেল চলাচলে প্রভাব পড়ে। যদিও পূর্ব রেলের তরফে জানান হচ্ছে বর্তমানে সেই সমস্যায় কেটে গিয়েছে। পরিষেবা এখন স্বাভাবিক।জানা গিয়েছে, এদিন পয়েন্ট ও সিগন্যালিংয়ের সমস্যার কারণে চক্ররেল পরিষেবার ওপরে প্রভাব পড়ে। এর জেরে কিছু ট্রেন দেরিতে চলাচল করে বলে অভিযোগ যাত্রীদের একাংশ। এক্ষেত্রে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, বিকেল সাড়ে ৪টে নাগাদ বিভ্রাট হয়। যার জেরে চক্র রেলে প্রভাব পডে। তবে ৫টা ২০ নাগাদ তা ঠিকও হয়ে গিয়েছে বলে জানান কৌশিক মিত্র। এদিকে ওই সময় অফিস ফেরতা মানুষের ভিড় থাকে। ফলে খুব স্বাভাবকিভাবেই অফিস ফেরতা যাত্রীদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় বলে অভিযোগ।
এর আগে গত পরশুদিনও সিগন্যাল বিভ্রাটের জেরে শিয়ালদা ডিভিশনে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ওই দিন দুপুরের দিকে দীর্ঘক্ষণ বন্ধ থাকে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। ফলে শিয়ালদা স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী। রেল সূত্রে জানা যায়, সিগন্যাল সংক্রান্ত সমস্যার কারণেই প্রায় ঘণ্টাখানেক বন্ধ হয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। সেই সময় শিয়ালদা স্টেশন থেকে দীর্ঘক্ষণ দক্ষিণ শাখায় কোনও ট্রেন চলাচল করেনি। ফলে গন্তব্যে পৌঁছতে ব্যাপক ভোগান্তির সম্মুখিন হয়ে হয় যাত্রীদের। খবর পেয়ে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী হয় রেল। বেশকিছুক্ষণের চেষ্টায় স্বাভাবিক হয় পরিষেবা।
অন্যদিকে বুধবার সিগন্যাল বিভ্রাটের জেরে ভোগান্তিতে পড়তে হয় হাওড়া শাখার যাত্রীদেরও। সিগন্যাল সংক্রান্ত সমস্যার জেরে গতকাল হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা এবং বেরোনো বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল ট্রেনের যাতায়াত। একইভাবে আপ লাইনেও স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেলের তরফে জানান হয়, সকাল ৬.২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছনর সময় ঘটে সিগন্যাল বিভ্রাট। যার ফলে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্লাটফর্মে ট্রেনের যাতায়াত বন্ধ হয়ে যায়। সেই বিষয়ে পূর্ব রেলের তরফে জানান হয়, সকাল সাড়ে ৭টা নাগাদ সিগন্যাল সমস্যার সমাধান করা হয়েছে।