‘বিশ্বকাপ কতজন ছুঁতে পারেন?’ পোস্টারে সচিনের ছবি প্রসঙ্গে ব্যাখ্যা ইউসুফের
এই সময় | ২৯ মার্চ ২০২৪
বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের প্রচারে সচিন তেন্ডুলকরের ছবি কেন ব্যবহার করা হচ্ছে? প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। বিষয়টি নিয়ে ইউসুফের সাফাই, কোনও ফ্যান এরকম ছবি দিয়ে থাকতে পারে? এতে যদি কোনও বিধিভঙ্গ হয়ে থাকে, তবে কমিশন ব্যবস্থা নিক। যেহেতু, বিশ্বকাপ টিমের জয়ী সদস্য ইউসুফ, সেই কারণে ওই ছবি ব্যবহৃত হয়েছে বলে দাবি তৃণমূলের।ইউসুফ বলেন, ‘বিশ্বকাপ জয়ী টিমে আমি ছিলাম। খুব কম জনের বিশ্বকাপ হাতে নেওয়ার সৌভাগ্য হয়েছে। সেই ছবি আমার ফ্যানরা ব্যবহার করতেই পারে। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে।’ কমিশনের নির্দেশ থাকলে সেই ছবি সরিয়ে দেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
কান্দি থানার সামনে ইউসুফ পাঠানের নির্বাচনী প্রচারে বিশ্বকাপ জয়ী টিমের ছবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই পোস্টারে সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করায় বিরোধীরা একযোগে অভিযোগ তুলতে শুরু করেছে। বিজেপি কংগ্রেস নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ দায়ের করছে নির্বাচন কমিশনের কাছে। গতকালই অধীর চৌধুরী পোস্টার নিয়ে অভিযোগ তুলেছিলেন। নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছেন অধীর চৌধুরী।
Yusuf Pathan : বাংলা ভাষা নিয়ে কি অসুবিধায় ইউসুফ?
যদিও তৃণমূলের দাবি, ইউসুফের সঙ্গে সচিনর একটি খেলার মূহূর্তের ছবি দেওয়া হয়েছে। যদিও বিরোধীদের দাবি, সচিনের মতো বিশ্বমানের ক্রিকেটারের ছবি ব্যবহার করে তৃণমূল নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার বলেন, ‘প্রথমত ইউসুফ আর সচীনের ছবি একসঙ্গে দিয়ে তৃণমূল নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। পাশাপাশ জাতীয় দলের পোশাক ব্যবহার করতে পারেন না তৃণমূল।’
বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে জানান, তৃণমূল প্রার্থী ভোটের প্রচারে বিশ্বকাপের কিছু মূহূর্তের ছবি ব্যবহার করেছেন। আমাদের মনে হয়েছে এই ছবি নির্বাচনী বিধিভঙ্গ করেছে। আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছি। তারই জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকারকে পাশে বসিয়ে বলেন, ‘আমি বিশ্বকাপ জয়ী টিমের সদস্য। ভারতবর্ষদ খুব কম মানুষ বিশ্বকাপ ট্রপি ছুঁতে পারেন। আমার বহু ফ্যান আছেন। যারা আমার বিভিন্ন মূহূর্তের ছবি ব্যবহার করেন। এই ছবি যদি নির্বাচন বিধি ভঙ্গ করে তাহলে দেখার জন্য কমিশন রয়েছে।’ অন্যদিকে, মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার বলেন, ইউসুফ বিশ্বকাপ জয়ী টিমের অন্যতম সদস্য। তার ছবি অনেকেই ব্যবহার করতে পারে। আমরা এমন কিছু করব না যা নির্বাচন বিধি ভঙ্গ করে।