• ARGENTINA: ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করছে আর্জেন্টিনা
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী মাসে ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। মূলত রাষ্ট্রীয় ব্যয় কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। মঙ্গলবার রাজধানী বুয়েন্স আয়ার্সে আমেরিকার দেশগুলির অর্থনৈতিক জোট ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম অব আমেরিকাসের ল্যাটাম ফোরামে দেওয়া এক ভাষণে এই ঘোষণা করেন জাভিয়ের মিলেই। তিনি তাঁর বক্তৃতায় দেশে ২৭৬ শতাংশ বার্ষিক মুদ্রাস্ফীতির কারণে মজুরি এবং পেনশন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। বর্তমানে আর্জেন্টিনায় প্রায় ৩৫ লক্ষ সরকারি কর্মচারী রয়েছে। এর মধ্যে ৭০ হাজার ছাঁটাই করা হলে তা হবে খুবই সামান্য। তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে এরই মধ্যে কর্মচারীদের সংগঠন ধর্মঘটে গিয়েছিল। ফলে মিলেই সরকার যদি আরও কর্মচারী ছাঁটাই করতে চান, তাহলে মনে করা হচ্ছে শ্রমিক সংগঠনগুলি থেকে আরও বাধার মুখোমুখি হবেন। এর আগে গত বছরের নভেম্বরে আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রাজনীতিবিদ মিলেই। নির্বাচিত হওয়ার পরপরই মিলেই আর্জেন্টিনায় নতুন রাজনৈতিক যুগের সূচনার ঘোষণা করেন তিনি। নির্বাচনের আগে মিলেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতিকল্পে বেশ কিছু পরিকল্পনা করেছিলেন। তিনি অর্থনৈতিক শক থেরাপির প্রতিশ্রুতি দিয়েছিলেন। 
  • Link to this news (আজকাল)