• Andre Russell: 'মিলিটারি' প্রসঙ্গে কেকেআরের কোচের সমর্থনে রাসেল
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেকেআরের হেড কোচের পাশে দাঁড়ালেন আন্দ্রে রাসেল। আগের দিনই চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং স্টাইলকে "সেনা শাসন" এর সঙ্গে তুলনা করেন নাইটদের প্রাক্তন অলরাউন্ডার ডেভিড উইসে। তিনি জানান, কেকেআরের কোচের কড়া শাসনে প্রাণ ওষ্ঠাগত হত বিদেশি ক্রিকেটারদের। কিন্তু উইসের সঙ্গে একমত নন রাসেল। সম্পূর্ণ উড়িয়ে দেন নাইটদের অলরাউন্ডার। রাসেল বলেন, "গতবছর থেকে আমরা ওনার কোচিংয়ে খেলছি। যেকোনও কোচের সঙ্গে প্রথমবার কাজ করলে তাঁর কোচিং দর্শনের সঙ্গে মানিয়ে নিতে হয়। সব কিছুরই নিয়ম থাকে। আমরা পেশাদার। তাই আমরা কোনও অভিযোগ করি না। আমি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করি। উনি দারুণ কাজ করছেন।" ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের হেড কোচ হিসেবে যোগ দেওয়ার পর কেকেআরের দায়িত্ব নেন চন্দ্রকান্ত পণ্ডিত। গতবছর সাফল্য না পেলেও এবার গৌতম গম্ভীরের সঙ্গে মিলে নাইটদের ট্র্যাকে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছেন তিনি। কিন্তু আচমকাই তাঁকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। একদিন আগেই চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং প্রসঙ্গে ডেভিড উইসে বলেন, "উনি মিলিটারি কোচ হিসেবে পরিচিত। খুব কড়া। শৃঙ্খলাপরায়ণ। ফ্র্যাঞ্চাইজি‌ ক্রিকেটে সবসময় এই আচরণ চলে না। বিভিন্ন দেশের ক্রিকেটাররা এখানে খেলে। তাঁদের কীভাবে চলতে হবে, কী পড়তে হবে, কী করতে হবে বলার কোনও প্রয়োজন নেই।" কিন্তু এদিন প্রাক্তন নাইটের এই অভিযোগ উড়িয়ে দেন রাসেল। 
  • Link to this news (আজকাল)