• Arvind Kejriwal:‌ আরও চার দিন ইডি হেফাজতে কেজরি
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের চার দিনের ইডি হেফাজত হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ইডি হেফাজত শেষে বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে হাজির করানো হয় কেজরিকে। আদালতে যাওয়ার পথে কেজরি জানান, তাঁর গ্রেপ্তারি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’। এদিন আদালতে কেজরির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুনীতা ছাড়াও অতিশী, গোপাল রাই, সৌরভ ভরদ্বাজের মতো আম আদমি পার্টির নেতারা। আদালতে নিজের স্বপক্ষে বলতে গিয়ে কেজরি বলেন, ‘ইডির রিম্যান্ডের আবেদনের বিরোধিতা করছি না। কিন্তু এটা একটা দুর্নীতি। এতে ইডির দু’টি উদ্দেশ্য। এক, আপকে ভেঙে দেওয়া। দুই, আড়ালে তোলাবাজির চক্র চালানো।’ প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার ইডি গ্রেপ্তার করে কেজরিকে। তার আগে জিজ্ঞাসাবাদের জন্য কেজরিকে ন’‌বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। গত বৃহস্পতিবার ছিল নবম বারের হাজিরার দিন। ইডি দপ্তরে না গিয়ে কেজরি সে দিন হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানান। কিন্তু তা খারিজ হয়ে যায়। ওইদিন রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। 
  • Link to this news (আজকাল)