• Aajkaal: আজকাল ৪৪: হাতে হাত ধরে এগিয়ে চলার অঙ্গীকার
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • রিয়া পাত্র"দিনকাল বদলায়, আজকাল বদলায় না।" চার দশকের বেশি সময় ধরে সংবাদপত্রের দুনিয়ায় এই সত্যকে বয়ে নিয়ে চলেছে "আজকাল"। তার বয়স বাড়ল আরও এক। ৪৩ পেরিয়ে এখন ৪৪-এ আজকাল। ২৫ মার্চ দোলের কারণে ছুটি ছিল সংবাদপত্রের। কিন্তু তাই বলে কি প্রিয় আজকাল-এর জন্মদিনের উদযাপন বন্ধ থাকবে? অবশ্যই না। আর ঠিক সেই কারণেই উদযাপন ২৮ মার্চ। গুণিজন সমাবেশে প্রিয় আজকাল-এর জন্য শুভেচ্ছার জোয়ার। অঙ্গীকার, ৫০ পেরিয়ে শতবর্ষ ছোঁয়ার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকালের চেয়ারম্যান সত্যম রায়চৌধুরী, ডিরেক্টর মৌ রায়চৌধুরী, প্রকাশক অরুণ কুমার ঘোষ, টেকনো ইন্ডিয়ার গ্রুপ সিইও শঙ্কু বোস, সিনিয়র ডিরেক্টর ভাস্কর গুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক এবং আজকাল পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর প্রচেত গুপ্ত, সুস্থ,সফর ম্যাগাজিনের সহযোগী সম্পাদক পল্লব বসু মল্লিক, টেকনো ইন্ডিয়া গ্রুপের চিফ রেভিনিউ অফিসার তপোব্রত ঘোষালসহ বিশিষ্ট জনেরা। বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন সত্যম রায়চৌধুরী। সকলকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গেই ছোটবেলার নস্টালজিয়া মৌ রায়চৌধুরীর গলায়। জন্মদিন পালনের অনুষ্ঠানে তিনি সকলকে অঙ্গীকারবদ্ধ হতে বলেন, "আজকালকে আমরা অনেক এগিয়ে নিয়ে যাব, অনেক উন্নত মানের করব এবং সবদিক থেকে সফল করব।" আজকাল পরিবারের সঙ্গে সরাসরি প্রায় ১৫ বছর জড়িয়ে রয়েছেন গার্গী রায়চৌধুরী । "আজকাল" তাঁর কাছে পরিবারের বাইরে আরও এক পরিবার। আবেগাপ্লুত হয়ে জানান, এই আজকাল-এর স্বপ্নেই তিনি প্রতিনিয়ত একজন মানুষকে বিভোর হতে দেখেন, বাঁচতে দেখেন। সম্পাদক অশোক দাশগুপ্তর এই "আজকাল" নিয়ে নিবিড় ভালবাসার কথা বলেন তিনি। সম্পাদক হিসেবে তিনি যে সর্বদা মাথার উপর ছাতা হয়ে রয়েছেন ঝড়-বৃষ্টি আগলে, সেকথা উঠে আসে প্রচেত গুপ্তর কথাতেও। অরুণ কুমার ঘোষ বলেন, "আজকাল"-এর পথচলা যেন আরও ৪৪ বছর ছাড়িয়ে এগিয়ে যায়। শঙ্কু বোস বলেন, "টেকনো ইন্ডিয়া গ্রুপের ভালবাসার জায়গা আজকাল, সেই ভালবাসা যেন টিকিয়ে রাখতে পারি আরও ১০০ বছর।" ভাস্কর গুপ্ত বলেন, "টেকনো গ্রুপের আজকাল এক পথপ্রদর্শক।" পল্লব বসু মল্লিকের গলাতেও পুরনো দিনের সুর। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "আজকাল রূপকথার পথে এগিয়ে যাক। এটা একটা পরিবার। এই পরিবার অটুট থাক।" আজকাল পরিবারের সদস্য অঙ্গনা ঘোষ সঙ্গীত পরিবেশন করেন। তপোব্রত ঘোষাল ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে আজকাল-এর সুদীর্ঘ জীবন কামনা করেন। অন্য বছরের মত এবারেও রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশাল কেক। কেক কেটে মিষ্টি মুখ করে সকলেই অঙ্গীকারবদ্ধ হন, হাতে হাত ধরে হেঁটে যাবেন আরও দীর্ঘ পথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামলী আচার্য।
  • Link to this news (আজকাল)