• Election: ‌ভোট দিতে যাবেন, পরিচয়পত্র হিসেবে কি কি গ্রাহ্য হবে জেনে নিন...
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • প্রীতি সাহা:‌‌ ১৯ এপ্রিল শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোট। ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে গেলে লাগবে সচিত্র পরিচয়পত্র। তার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। জানানো হয়েছে এই নথির যে কোনও একটি থাকলে আপনি ভোট দিতে পারবেন। সেগুলি হল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র–রাজ্য–সরকার অধিগৃহীত সংস্থার সচিত্র পরিচয়পত্র, সাংসদ–বিধায়কদের দেওয়া সরকারি পরিচয়পত্র, সচিত্র ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের পাসবুক, প্যান কার্ড, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার স্মার্ট কার্ড, একশো দিনের কাজের জব কার্ড, শ্রম মন্ত্রকের কোনও প্রকল্পের স্বাস্থ্ বিমার কার্ড , বিশেষভাবে সক্ষমদের ইউনিক কার্ড, সচিত্র পেনশন নথি, আধার কার্ড ও ভোটারদের সচিত্র পরিচয়পত্র (‌এপিক)‌। এদিকে, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার কাজ। চলবে ৪ এপ্রিল অবধি।
  • Link to this news (আজকাল)