• Garden Reach: গার্ডেনরিচে বিক্ষোভের মুখে কলকাতা পুরসভার কর্মীরা
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় একটি বাড়ির বিপজ্জনক অংশ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা পুরসভার কর্মীরা। এদিন পুরসভার ৪০ জন সদস্যের দল ওই বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার কাজে গিয়েছিল। কিন্তু বাড়ির গায়ে হাতুড়ির ঘা পড়তেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হল পুরকর্মীদের। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রইল কাজ। কলকাতা পুলিশের সহায়তায় ফের কাজ চালু হয় বৃহস্পতিবার। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরকর্মীরা বাড়ির বিপজ্জনক অংশ না ভেঙে অন্য অংশ ভাঙছেন। জানা গিয়েছে, পাহাড়পুর এলাকার ওই বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার কথা আগেই নোটিশ দিয়ে জানানো হয়েছিল পুরসভার তরফে। পাহাড়পুর এলাকায় যে বাড়িটি এদিন ভাঙতে গিয়েছিল পুরসভা সেটি অত্যন্ত বিপজ্জনক ভাবে হেলে পড়েছিল পাশের বাড়িতে। তার মধ্যেই ঝুঁকি নিয়ে বাস করছিলেন বাসিন্দারা। দোতলা পর্যন্ত দুটি বাড়ির মাঝে ফাঁক বজায় রয়েছে। একদম ওপরে গিয়ে কার্যত একে অপরের সঙ্গে ঠেকে গিয়েছে দুটি বাড়ি। মেইন রোডের ওপর বাড়ির নিচেই রয়েছে অজস্র দোকান। হেলে পড়া ওই বাড়িতে নোটিশ পাঠিয়েছিল পুরসভা। সেই মত এদিন কলকাতা পুলিশের আধিকারিক সহ পুরসভার ৪০ সদস্যের দল সেখানে যায় ওই বিপজ্জন্ক অংশ ভাঙার কাজে।
  • Link to this news (আজকাল)