• কলকাতা বিমানবন্দরে চলল গুলি, আত্মঘাতী সিআইএসএফ জওয়ান
    বর্তমান | ২৯ মার্চ ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাকভোরেই গুলি চলল কলকাতা বিমানবন্দরে।  এর জেরে চাঞ্চল্য ছড়াল গোটা বিমানবন্দর জুড়ে। যদিও ঘটনাটি ঘটেছে বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ারে। সেইখানেই কর্তব্যরত ছিলেন শ্রীবিষ্ণু নামের এক সিআইএসএফ জওয়ান। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ আচমকাই নিজের ইনস্যাস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন শ্রীবিষ্ণু। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় ওয়াচ টাওয়ারে লুটিয়ে পড়েন। খবর পেয়েই তাঁকে উদ্ধার করে গুলিবিদ্ধ অবস্থায় চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। পুলিস সূত্রে খবর, আত্মহত্যা করার জন্যই নিজের কাছে থাকা ইনস্যাস রাইফেল থেকে গুলি চালিয়েছিলেন শ্রীবিষ্ণু। গলায় গুলি লাগে। কিন্তু কেন তিনি এই ঘটনা ঘটাল তা এখনও পরিষ্কার নয়। তদন্ত শুরু করেছে পুলিস। উদ্ধার করা হয়েছে ইনস্যাস রাইফেলটিও। জানা যাচ্ছে, ওই জওয়ান তেলেঙ্গানার বাসিন্দা। মাত্র সাত-আট মাস আগেই কলকাতা বিমানবন্দরে পোস্টিং হয়েছিলেন। পুলিস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
  • Link to this news (বর্তমান)