• Mukhtar Ansari:‌ বিষ প্রয়োগ করা হচ্ছিল জেলে, গ্যাংস্টার–রাজনীতিবিদ মুখতারের মৃত্যুর পর দাবি পরিবারের...
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ জেলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা মুখতার আনসারি। উত্তরপ্রদেশের মউ কেন্দ্র থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু পুরোনো অপরাধ তাঁর পিছু ছাড়েনি। ২০০৫ সাল থেকেই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের জেলে কেটেছে তাঁর। সেই মুখতার আনসারি বৃহস্পতিবার সন্ধেয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বয়স হয়েছিল ৬৩ বছর। উত্তরপ্রদেশের বান্দার এক কারাগারে বন্দি ছিলেন তিনি। মেডিকেল বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধেয় তাঁর বমি হয়েছিল। রাত সাড়ে আটটা নাগাদ জেল কর্তৃপক্ষ তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় রানী দুর্গাবতী মেডিকেল কলেজে ভর্তি করায়। নয় চিকিৎসকের দল তাঁর চিকিৎসা শুরু করলেও বাঁচানো যায়নি তাঁকে। এদিকে, আনসারির মৃত্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি দেখা দিতে পারে এই আশঙ্কায় উত্তরপ্রদেশ জুড়ে ফৌজদারি বিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। বান্দা, মউ, গাজিপুর এবং বারাণসী জেলায় অতিরিক্ত পুলিশ কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। এদিকে আনসারির মৃত্যুর পর তাঁর পরিবার মারাত্মক অভিযোগ তুলেছে। ছেলে উমরের দাবি, ‘‌বাবাকে বিষ প্রয়োগ করা হচ্ছিল’‌। তাঁর দাবি, বাবাকে খাবারে বিষ দেওয়া হয়েছিল। সেই খাবার খেয়েই মৃত্যু হয়েছে। উমর জানিয়েছেন বিষয়টি নিয়ে তাঁরা আদালতে যাবেন। গত ১৯ মার্চ নাকি মুখতারকে রাতের খাবারের সঙ্গে বিষ দেওয়া হয়েছিল, এমনই অভিযোগ করেছেন উমর। মুখতারের ভাই আফজল আনসারিও একই দাবি করেছিলেন কয়েকদিন আগে। 
  • Link to this news (আজকাল)