দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগেই ফের শহর কলকাতায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল আয়কর দফতর। জানা গিয়েছে, চেতলায় ছাতু প্রস্তুতকারী সংস্থার অফিসে গত দুই দিন ধরে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর সেখান থেকে ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে এই টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এত টাকা রাখা নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই ব্যবসায়ী।দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ভোটের মুখে শহরের একটি নামী ছাতু প্রস্তুতকারী অফিসে অভিযান চালায় আয়কর বিভাগ। ২৯ তারিখ পর্যন্ত চলে অভিযান। আর সেই অভিযানের ৫০ লাখের বেশি টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। কোথা থেকে এসেছিল এই বিপুল পরিমাণ টাকা? কোথায় বা তা পাঠানো হচ্ছিল? জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ উদ্ধারের পর এই সমস্ত প্রশ্নের মুখে কোনও সদুত্তোর দিতে পারেননি সংশ্লিষ্ট ব্যবসায়ী। এদিকে ভোটের মুখে এই টাকা উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
আয়কর দফতর সূত্রে খবর, এই সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ পেয়েছিলেন। এরপরেই অভিযান চালানো হয়। এরপর অফিসে তল্লাশি চালিয়ে দুটি জায়গা থেকে টাকা উদ্ধার হয়। কোথা থেকে এল এই টাকা? তা নিয়ে প্রশ্ন করলেও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে আয়কর দফতর সূত্রে খবর।
উল্লেখ্য, টাকা উদ্ধারের প্রসঙ্গ এলেই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে তাড়া তাড়া নোট উদ্ধারের ঘটনা চোখের সামনে ভাসে সাধারণ মানুষের। নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। ED-র হাতে গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এই মডেল তথা অভিনেত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ED। সেই সময় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও অভিযান চালায় ED। গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত এই মামলাটি বিচারাধীন এবং সংশোধনাগারেই রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাঁকে সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মন্ত্রিসভা থেকেও সরানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এই গোটা ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের মামলা আপাতত আদালতে বিচারাধীন।