• Ladakh: লাদাখ যাওয়া এবার আরও সোজা! খুলল নয়া রাস্তা, কোন কোন অঞ্চল সংযোগ?
    এই সময় | ২৯ মার্চ ২০২৪
  • এবার লাদাখ পৌঁছনো হবে আরও সহজ। লাদাখে পৌঁছনোর জন্য নয়া রাস্তা খুলতে চলছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর তরফে ২৫ মার্চ, সোমবার নিম্মু-পদ্মম-দরচা রাস্তাটি সংযুক্ত করা হয়েছে। ২৯৮ কিলোমিটার এই রাস্তাটি কার্গিল-লেহ হাইওয়েতে দারচা এবং নিম্মুর মাধ্যমে মানালি থেকে লেহকে সংযুক্ত করবে।লাদাখ থেকে হিন্টারল্যান্ডকে যাওয়া হয় মানালি-লেহ, শ্রীনগর-লেহ সড়ক হয়েছে। নতুন এই সড়ক তৃতীয় যোগাযোগের পথ তৈরি করল। নিম্মু-পদ্মম-দরচা রাস্তাটির কৌশলগত দিক থেকেও গুরুত্ব রয়েছে।

    নয়া এই রাস্তা খুলে যাওয়ার ফলে লাদাখের আবহাওয়ার খবরও দ্রুত মিলবে। এই রাস্তা প্রতিরক্ষা প্রস্তুতিকে শক্তিশালী করবে এবং জান্সকার উপত্যকায় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকাও রয়েছে। ডিজি বর্ডার রোডস লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসনের জানিয়েছেন, খুব শীঘ্রই ব্ল্যাক টপিং সড়কের কাজ শুরু হবে। উল্লেখ্য়, পর্দার ব়্যাঞ্চো লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে মঙ্গলবার ২১ দিনের মাথায় তাঁর অনশন শেষ করেছেন। সারা দেশ থেকে প্রায় ৪০ হাজার লোক তাঁর সঙ্গে যোগ দিয়েছেন সেই অনশনে।

    উল্লেখ্য, জোজি-লার ঠিক নীচে একটি সুড়ঙ্গপথ তৈরি হচ্ছে হিমালয়ের বুক চিড়ে। এই সুড়ঙ্গ পথটি জুড়বে লাদাখের কার্গিল এবং কাশ্মীরের গন্দেরবালকে। এই সুড়ঙ্গপথ এশিয়ারও দীর্ঘতম হবে। তবে তার আগে সুড়ঙ্গটি তৈরি করতে ভারতকে বহু প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। এই সুড়ঙ্গের পরিকল্পিত দৈর্ঘ্য ১৪.২ কিলোমিটার। পাহাড় ফাটিয়ে ওই দীর্ঘ সুড়ঙ্গপথ তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। ঘোড়ার নালের আকৃতির দু'টি সুড়ঙ্গপথ তৈরি করার কাজ চলছে পাশাপাশি। সুড়ঙ্গ বানানোর জন্য আলাদা বসতি তৈরি হয়েছে কার্গিল এবং গন্দেরবালে। দু'দিক থেকে দু'টি দল সুড়ঙ্গ কাটতে কাটতে এগোচ্ছে । কাজ শেষ হলে মুখোমুখি দেখা হবে তাদের।তবে সেই সাক্ষাতে অনেক দেরি রয়েছে।

    প্রতিদিন ১০ ফুট পাহাড় কাটা মুখের কথা নয়। এর জন্য টলাতে হবে সাড়ে চার কোটি বছরের পুরনো পাথরকে। এই দিকে এই কাজ অত্যন্ত কঠিন, তেমনই প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকিও আছে। জোজি-লা টানেলের এক শ্রমিকের সঙ্গে কথা বলেছিল এক সংবাদ সংস্থা। তিনি জানিয়েছেন, প্রতি দিনই ডিনামাইট দিয়ে পাথর ফাটানো হয়। এতে বিপদ কতটা, তা সতর্কতার ব্যবস্থা দেখলেই বোঝা যায়। তবে জোজি-লা টানেল তৈরি হলে সহজ হয়ে যাবে অনেক কিছুই। লাদাখ থেকে জম্মু-কাশ্মীরে আসতে এখন সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। এই সুড়ঙ্গ তৈরি হলে তা কমে আসবে মাত্র ২০ মিনিটে।
  • Link to this news (এই সময়)