• Rachana Banerjee Latest News: রচনার উলটো 'সিদ্ধান্ত', প্রাক্তন স্বামীর যোগ পদ্মে
    এই সময় | ২৯ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র। বৃহস্পতিবার তিনি দিল্লির বিজেপির সদর দফতরে গিয়ে যোগ দেন বিজেপিতে। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে খবর বিজেপি সূত্রে। ওড়িশা সিনেমার জনপ্রিয় নায়ক সিদ্ধান্ত। এক সময় বিজেডি (বিজু জনতা দল)-এর সদস্য ছিলেন সিদ্ধান্ত। সাংসদও হয়েছিলেন বিজেডির টিকিটে।ওড়িয়া ছবির সুপারস্টার সিদ্ধান্ত। ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা তিনি রাজ্য সরকারের দেওয়া পুরস্কার পেয়েছেন। ২০০৯ সালে সিদ্ধান্ত ওড়িশার ব্রহ্মপুর লোকসভা আসনে বিজেডির টিকিটে জয় ছিনিয়ে আনেন। ২০১৪ সালেও জিতেছিলেন ওই আসন থেকে। তব ২০১৯ সালে ওই আসনে প্রার্থী হননি সিদ্ধান্ত। অন্যদিকে রচনা বাংলার পাশাপাশি ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন। সেই সময় তাঁর পরিচয় হয়েছিল রচনার সঙ্গে। দু'জনে জুটি বেঁধে অভিনয়ও করেছিলেন এক সময়। বাস্তবেও রচনা-সিদ্ধান্ত জীবনসঙ্গিনী ছিলেন। গোপনে বিয়ে সারেন তাঁরা। পরে যদিও বিবাহবিচ্ছেদ হয়ে যায় দু'জনের। সূত্রের খবর, সিদ্ধান্তের পরিবার রচনাকে মেনে নেয়নি বলেই বিচ্ছেদ। পরে রচনার বিয়ে হয় প্রবাল বসুর সঙ্গে। ২০১৬ সালে রচনা ও প্রবালের বিবাহ বিচ্ছেদ হয়। রচনা-প্রবালের একমাত্র ছেলে প্রণীল বসু।

    'মা চার লাখ চাই!' মা বিশালাক্ষীর কাছে জয়ের প্রার্থনা রচনার

    এবার লোকসভা নির্বাচনে রচনাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। হুগলিতে তিনি লড়ছেন বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রচার ময়দানে নেমেই আক্রমণ শানাচ্ছেন বিজেপিকে। এই আবহে রচনার প্রাক্তন স্বামী যোগ দিলেন বিজেপিকে। তবে তাঁর কিছু মন্তব্য নিয়ে এখন থেকে বিতর্ক তৈরি হয়েছে। লকেটও একদা ছিলেন অভিনয় জগতের পরিচিত মুখ। ভোট ময়দানের লড়াই কেমন হয় তা জানতে উদগ্রীব সাধারণ মানুষ। অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। তবে সিদ্ধান্তকে কোন আসন থেকে প্রার্থী করা হবে তা নিয়ে এখনও মুখ খোলেনি বিজেপি নেতৃত্ব।

    উল্লেখ্য, সিদ্ধান্তের সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন বিজেডির ছয়বারের সাংসদ ভর্তৃহরি মাহতাব। কটক থেকে ছয়বার সাংসদ হয়েছেন তিনি। নবীন পট্টনায়েক জনতা দল ছেড়ে বিজেডি গড়ার সময় থেকেই ভর্তৃহরি তাঁর সহযোগী ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভোটের মুখে তাঁর এবং সিদ্ধান্তের দল ছাড়া নবীনের পক্ষে বড় ধাক্কা। সিদ্ধান্তকে কোন আসনে প্রার্থী করা হতে পারে, তা নিয়ে এখনও মুখ খোলেননি বিজেপি নেতৃত্ব।
  • Link to this news (এই সময়)